বিরামপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরমাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্লাটফর্ম ও ট্রেনের মাঝে চাপা পড়ে নয়ন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে বিরামপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর নতুন বাজারের হাসানের ছেলে এবং একজন কাপড় ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনজার্চ এসআই রফিকুল ইসলাম।
বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী জানান, নিহত ব্যক্তি একজন কাপড় ব্যবসায়ী। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে ট্রেনটি বিরামপুর রেল স্টেশনে যাত্রা বিরতির পাঁচ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ট্রেনটি বিরামপুর রেল স্টেশন অতিক্রম করার সময় নিহত ব্যক্তি নয়ন লাফ দিয়ে চলন্ত ট্রেনে উঠতে গেলে প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানে চাপা পড়ে গুরুতর জখন হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনজার্চ এসআই রফিকুল ইসলাম জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।