রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কুড়িগ্রামের রাজিবপুরে ৫০ শয্যার হাসপাতালে নেই ৩১ শয্যার লোকবলও

চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : ঢাকাপ্রকাশ

স্বাস্থ্যকমপ্লেক্সের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আট বছর আগে। নানা সরঞ্জামও আনা হয়েছে। ৫০ শয্যার কার্যক্রমও শুরু করা হয়েছে। কিন্তু চলছে ৩১ শয্যার জনবল দিয়ে। তবে ৩১ শয্যার জন্য যে লোকবল প্রয়োজন, সেটিও নেই এ স্বাস্থ্যকমপ্লেক্সে।

এমন অবস্থা কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের। স্বাস্থ্যকমপ্লেক্সে একমাত্র এক্স-রে যন্ত্রটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে টেকনিশিয়ানের অভাবে। অ্যাম্বুলেন্স রয়েছে একটি, সেটির সেবাও ঠিকভাবে পাচ্ছে না সেবাগ্রহীতারা।

সেবাগ্রহীতা কুলসুম বেওয়া, হনুফা বেগম ও সুখ বানু বলেন, হাসপাতালে এসে তেমন সেবা পান না। দূর-দূরান্ত থেকে এসেও ভোগান্তিতে পড়তে হয় তাদের। ওষুধ থাকে না। ডাক্তার দেখার পর ওষুধ লিখে দিলে টাকার অভাবে সেই ওষুধগুলোও কিনতে পারেন না তাঁরা।

স্থানীয় হারুন রশীদ, হাবিবুর রহমান, আব্দুস সালামসহ অনেকে জানান, হাসপাতালটিতে জ্বর, ঠান্ডা-কাশি, ডায়েরিয়া ছাড়া তেমন অন্য কোনো রোগের সেবা পাওয়া যায় না। তবে জনবল সংকটকে দায়ি করেন তারা।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তথ্য মতে, জুনিয়র কনসালটেন্ট ৫জন, সিনিয়র স্টাফ নার্স ৩জন, মেডিকেল টেকনোলজিস্ট ১জন, ক্যাশিয়ার ১জন, পরিসংখ্যানবিদ ১জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৩জন, সহকারী নার্স ১জন, কম্পাউন্ডার ১জন, স্বাস্থ্য সহকারী ২জন, হারবাল সহকারী ১জন, কাম-কম্পিউটার অপারেটর ৩জন, নিরাপত্তা প্রহরী ২জন, আয়া ১জন, বাবুর্চি ১জন, মালি ১জন, অফিস সহায়ক ১জন, পরিচ্ছন্নতা কর্মী ১জন, ওয়ার্ড বয় ১জনসহ মোট ৩০টি পদই শূন্য রয়েছে।

এ গেলো ৩১ শয্যার কথা। ৩১ শয্যাতেই ৩০টি পদই শূন্য। আবার এই ৩১ শয্যার ৩০টি শূন্য পদ নিয়েই চলছে ৫০ শয্যার হাসপাতাল।

স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তারা বলছেন, এতোগুলো পদ শূন্য ও মেডিকেল অফিসার, সার্জারীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদও শূন্য রয়েছে। এ কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না তাঁদের।

কথা হয় রাজিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারওয়ার জাহানের সঙ্গে। তিনি বলেন, জনবল সংকটের কারণে রোগীদের সেবা প্রদান অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া এ স্বাস্থ্যকমপ্লেক্সে অপারেশন থিয়েটার থাকলেও নেই অপারেশনের যন্ত্রপাতি। পদ বিদ্যমান থাকলেও আজ পর্যন্ত কোনো কনসালট্যান্টের পদায়ন হয়নি। টেকনিশিয়ানের অভাবে আমাদের এক্সরে মেশিনও পড়ে আছে।

তিনি আরও বলেন, এ স্বাস্থ্যকমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও জনবলের অনুমোদন ৩১ শয্যার। ৩১ শয্যা হিসেবে জনবলের ঘাটতি প্রায় ৩৫ শতাংশ। এর ফলে কাঙ্ক্ষিত সেবা দিতে আমদের প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছে।

Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। ছবি: সংগৃহীত

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির বিষয়টি জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, প্রিয় চট্টগ্রামবাসী! আগামীকাল (রোববার) ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। এ সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে।

স্ট্যাটাসে তিনি জানান, সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল চট্টগ্রামে দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় নিয়ে প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

একইদিনে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় নিয়ে দ্বিতীয় সভাটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। তিনি আরও লেখেন, রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র-জনতার সঙ্গে আগামীকাল দেখা হবে, ইনশাআল্লাহ।

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা থাক‌ছে না, রোববার থেকেই কার্যকর

ছবি: সংগৃহীত

নগদ টাকা উত্তোল‌নে বেঁধে দেওয়া সীমা প্রত্যাহার করছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থে‌কে গ্রাহ‌ক তার প্রয়োজন মতো ব্যাংক থে‌কে নগদ টাকা তুলতে পারবেন। শনিবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোয় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা তোলার কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কোনো পরিমাণ টাকা গ্রাহক তার নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

এর আগের সপ্তাহে সর্বোচ্চ পাঁচ লাখ তোলার সুযোগ ছিল। তার আগের সপ্তাহগুলোতে ছিলে সর্বোচ্চ চার লাখ, এরপর তিন লাখ এবং প্রথমে ছিল দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ।

অভিযোগ ছিল বিদায়ী সরকারের আশীর্বাদপুষ্ট বিতর্কিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বেশি বেশি টাকা তুলে নিচ্ছেন। অবৈধভাবে অর্জিত টাকা যেন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হতে পরে, সে কারণে টাকা তোলার সীমা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

অ্যাডভোকেট তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বিএম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন।

বাকি চার প্রসিকিউটরের মধ্যে মিজানুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, গাজী মোনাওয়ার হোসাইন তামিম ও বিএম সুলতান মাহমুদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আব্দুল্লাহ আল নোমান সহকারী অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা থাক‌ছে না, রোববার থেকেই কার্যকর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
আমিরাত থেকে ফিরলেন ১৩ বাংলাদেশি, স্বাগত জানালেন সমন্বয়ক সারজিস ও হাসনাত
ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা, বন্যার জন্য তিনি দায়ী: জয়নুল আবেদিন
বিএনপির ৮ নেতাকে অর্থপাচার মামলা থেকে অব্যাহতি
হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক কারাগারে
সাবেক ৩১ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপির পাচার করা ১ লাখ কোটি টাকার খোঁজে দুদক
পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে সালমান খানের
বিটিএসের টানে মাদ্রাসা থেকে পালানো ৫ ছাত্রীকে বগুড়া থেকে উদ্ধার
বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছো: সালমান শাহকে শাবনূর
সন্ধ্যায় দেশে ফিরবেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি
দুই নভোচারীকে না নিয়েই পৃথিবীতে ফিরে এলো বোয়িং স্টারলাইনার
রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ছাত্রদলের
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টিপাত, কমতে পারে তাপমাত্রা
সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা
কলেজছাত্র ইমন হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
দেশে রিজার্ভ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার: গভর্নর
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ
জাতিসংঘের অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা