প্রক্সি দিতে গিয়ে ২ ভুয়া পরীক্ষার্থী আটক
ছবি সংগৃহিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী সিনিয়র মাদরাসা কেন্দ্রে থেকে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) পরীক্ষার দ্বিতীয় দিন আরবি সাহিত্য বিষয়ে পরীক্ষা চলাকালিন সময় মাদরাসা বোর্ডের রংপুর অঞ্চলের আঞ্চলিক সহকারী পরিদর্শক মো. মোশারফ হোসেন ওই কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনজনকে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করেন। এ সময় একজন পালিয়ে যায়। বাকী দুজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মো. অমিত হাসান ও মো. শাওন মিয়া।
আটকরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের মসজিদের পাডা এলাকার লিটন মিয়ার ছেলে মো. শাওন মিয়া (১৭) ও একই উপজেলার বর্মতল মালিবাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে মো. অমিত হাসান (১৯)।
পরীক্ষা কেন্দ্রের সচিব বোয়ারী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুর অর রশিদ জানান, ওই তিনজন শিক্ষার্থী উপজেলার সকের বাজার দাখিল মাদরাসার ছাত্র। তারা বদলী পরীক্ষা দিয়ে আসছিল। মাদরাসাটি এখনও এমপিও ভুক্ত হয়নি।
সকের বাজার দাখিল মাদরাসার সুপার মো. কাওছার হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আশিকুর রহমান জানান, তারা নিয়মিত শিক্ষার্থীদের মতো পরীক্ষা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদরাসা বোর্ডের আঞ্চলিক সহকারী পরিদর্শক তাদেরকে শনাক্ত করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান জানান, এনিয়ে কেন্দ্র সচিব থানায় নিয়মিত মামলা করবেন। আটক দুই শিক্ষার্থী থানায় রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, পরীক্ষা চলাকালে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।