বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

উদ্বেগ বাড়াচ্ছে ‘নিপা ভাইরাস’, রাজশাহীতে খেজুরের রস বিক্রিতে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

রাজশাহীতে খেজুরের কাঁচা রস বিক্রিতে মৌখিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিপা ভাইরাসে আক্রমণের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ।

স্বাস্থ্য গবেষকদের মতে, প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে আক্রমণের ঝুঁকি বাড়ছে। দেশে নিপায় আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার ৭০ শতাংশের বেশি

সম্প্রতি দেশে সন্দেহভাজন নিপা ভাইরাস জণিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আফজাল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

এ ঘটনার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একাধিক টিম জেলায় জেলায় ভিজিট করছে। সর্তক থাকতে দিয়েছেন নানা নির্দেশনা। এর ফলশ্রুতিতে কাঁচা খেজুর রস বিক্রেতাদের রস নষ্ট করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।

তিনি আরও বলেন, নিপা ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে। এর মধ্যে খেজুর রস বিক্রিতে অস্থায়ী মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করে অভিযান চালানো হচ্ছে। কাঁচা রস কেউ বিক্রি করলেই তার রস ধ্বংস করা হচ্ছে।

 

Header Ad
Header Ad

পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ

পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে ট্রাম্পের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টকে মেনশন করে অধ্যাপক ইউনূস বলেন, “৯০ দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব আমরা।”

এর আগে সোমবার ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের ওপর আরোপিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির আশ্বাস দেন এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার কথাও জানান, যা মার্কিন তুলা রপ্তানিতে সহায়ক হবে।

এদিকে একই রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, “আমি ৯০ দিনের জন্য একটি শুল্ক বিরতি অনুমোদন করেছি এবং এই সময়ে পারস্পরিক শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে ১০% করেছি।” তবে চীনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। বরং চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “যখন কেউ যুক্তরাষ্ট্রকে আঘাত করে, প্রেসিডেন্ট ট্রাম্প আরও জোরে জবাব দেন। এজন্যই চীনের বিরুদ্ধে এই উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।”

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে বাংলাদেশসহ বেশ কিছু দেশের জন্য সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) চালানো এই হামলায় আরও অন্তত ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী এবং আটজন শিশু রয়েছেন। হামলার পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বেসামরিক নাগরিকদের ওপর চলমান এই হামলা আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়লেও ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Header Ad
Header Ad

শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন ‘পাল্টা শুল্ক’ কার্যকর হওয়ার পর বিশ্বনেতারা এখন তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য, শুল্ক আরোপের পর বিশ্বনেতারা তাকে “স্যার, স্যার” বলে সম্বোধন করছেন এবং “আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন।” তাদের উদ্দেশ্য—যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা এবং শুল্ক কমানো।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, “এসব দেশের নেতারা ফোন করে নিজেদের অনুনয়ের ভঙ্গিতে চুক্তির আহ্বান জানাচ্ছেন।”

হোয়াইট হাউসের বরাতে জানা গেছে, ইতোমধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে নতুন শুল্ক কমানোর লক্ষ্যে। দেশটির প্রতিনিধিদল ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন ইতালির প্রধানমন্ত্রীও।

৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করে তা হ্রাস করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে শর্ত হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে। এ অবস্থায় শুল্ক কতটা কমানো হবে তা নির্ভর করবে আলাপ-আলোচনার অগ্রগতির ওপর।

তথ্যসূত্র: সিএনএন

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪
শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প
রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত
সাবেক মেয়র তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন
টাঙ্গাইলে ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধদের নামাজ আদায়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান
ভারতে ৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী
বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
বিমানে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল যাত্রী!
এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার
আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি
দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা হবে: গভর্নর
গুলশানের এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন
মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা
‘অতি গোপনীয় অভিযোগ’ নিয়ে দুদকে হাসনাত-সারজিস