মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

দিনের বেলা ঘটক, রাতে গরু চোর!

ছবি: সংগৃহীত

দিনের বেলায় বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। বিয়ের জন্য সংগ্রহ করেন অবিবাহিত ছেলে-মেয়ের ছবি। এলাকার সকলেই জানেন এটিই তার পেশা। কিন্তু তার এই মহৎ কাজের আড়ালে যে তিনি এক অসৎ কাজ করেন তা হঠাৎ করেই সকলের সামনে আসে।

দিকে ঘটক হলেও কিন্তু রাত হলেই বেরিয়ে পড়েন গরু, অটোরিকশা কিংবা জেলেদের মাছ ধরার নৌকা চুরি করতে। এমনই এক চক্রের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সরদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে।

শনিবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার শ্রমিক আছকির মিয়ার বাড়িতে সিঁধ কেটে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েন আব্দুল মোতালিব নামে এক বিয়ের ঘটক। স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে ইউপি সদস্যের জিম্মায় দিয়ে আসে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, আটক চোরের বাড়ি মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে। তিনি একই উপজেলার ওহাদুল্লার ছেলে। তবে তিনি দ্বিতীয় বিয়ে করে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে স্থায়ীভাবে বসবাস করছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরে হঠাৎ গরু, অটোরিকশা চুরি ও মানুষের ঘরে সিঁধ কাটার উপদ্রব বেড়ে গেছে। সারা রাত পাহারা বসিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শনিবার ভোর ৪টার দিকে নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের দিনমজুর আছির মিয়ার বাড়িতে ৫-৬ জনের একটি দল চুরির উদ্দেশ্যে যায়। আছির মিয়ার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয়। আশপাশের লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া করে। পালানোর চেষ্টাকালে আব্দুল মোতালিব নামে একজনকে ধরে ফেলে। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে মোতালিব অচেতন হয়ে পড়েন।

ইউপি সদস্য চিত্ত রঞ্জন বলেন, খবর পেয়ে সকালে আছিরের বাড়ি থেকে আব্দুল মোতালিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত আব্দুল মোতালিবের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা হলে তিনি বলেন, ‘আমি বিয়ের ঘটক। চুরির বিষয়টি সঠিক না।’

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা গণমাধ্যমকে জানান, আব্দুল মোতালিব একজন ঘটক। শনিবার ভোরে গরু চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। গণধোলাই দিয়ে স্থানীয়রা তার দুই পা ভেঙে দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Header Ad
Header Ad

ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের নির্দেশ ট্রাম্পের  

ছবিঃ ঢাকাপ্রকাশ

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

তিন বছর আগে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভে ১৮০ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা পাঠিয়েছে। মার্কিন এই সহায়তার জন্য জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি বলে অভিযোগ করেন ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওভাল অফিসের একটি বৈঠক উত্তপ্ত বাগ্‌বিতণ্ডার মধ্যে ভেস্তে যাওয়ার মাত্র কয়েকদিন পরে সামরিক সহায়তা স্থগিত করার পদক্ষেপটি নিলেন ট্রাম্প।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর দিকে মনোনিবেশ করছেন এবং জেলেনস্কিকে সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ দেখতে চান।

ওই কর্মকর্তা আরও বলেন, “যুক্তরাষ্ট্র একটি সমাধানে ভূমিকা রাখছে কিনা তা নিশ্চিত করতে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তা স্থগিত ও পর্যালোচনা করছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সহায়তার বিষয়ে এসব কথা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান।

ওই কর্মকর্তা বলেন, যতক্ষণ না রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনায় বসার প্রতিশ্রুতি পান, ততক্ষণ ট্রাম্পের এই আদেশ কার্যকর থাকবে।

ইউক্রেনকে কংগ্রেসের অনুমোদিত সহায়তা আটকে রাখার প্রায় ৫ বছর পর সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হলো। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প।

২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি গর্ব করেও বলেছিলেন যে, তিনি একদিনের মধ্যে লড়াই বন্ধ করতে পারেন। যুদ্ধ নিয়ে জেলেনস্কির প্রতি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেন যে, যুদ্ধবিরতিতে পৌঁছালে শান্তি বজায় রাখার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করা যেতে পারে। এমনকি তিনি দীর্ঘদিন ধরে পুতিনের প্রশংসাও করে আসছিলেন।

এর আগে সোমবার ট্রাম্প জেলেনস্কির সমালোচনা করে বলেন, যুদ্ধের সমাপ্তি সম্ভবত এখনও অনেক দূরে। অন্যদিকে গত সপ্তাহে হোয়াইট হাউসের বৈঠক ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কের বিষয়ে ইতিবাচক প্রস্তাব দেওয়ার চেষ্টা করেন জেলেনস্কি। এসময় তিনি বলেছিলেন, যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে সময় লাগবে।

Header Ad
Header Ad

নুরের ‘দলত্যাগ’ প্রসঙ্গে হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদ গণঅধিকার পরিষদের  

ছবিঃ ঢাকাপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই ধরনের মন্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (২ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আব্দুল হান্নান মাসউদ দাবি করেন, নুরুল হক নুর নিজেই তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে নুরের সঙ্গে থাকা বেশিরভাগ নেতাকর্মীও এনসিপিতে যোগদানের জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি।

তবে এনসিপির এই বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার (৩ মার্চ) রাতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, গণঅধিকার পরিষদকে নিয়ে ভিত্তিহীন খবর প্রচারের তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দল দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত একটি রাজনৈতিক সংগঠন। দলটির কার্যক্রম ইতোমধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিস্তৃত হয়েছে। তরুণদের শীর্ষ রাজনৈতিক সংগঠন হিসেবে গণঅধিকার পরিষদ সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটির সভাপতি নুরুল হক নুর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং রাজপথে লড়াইয়ের মধ্য দিয়েই জনগণের আকাঙ্ক্ষা থেকে এ দলের জন্ম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের দল আপসহীনভাবে কাজ করছে। নুরুল হক নুর ক্ষমতাসীন সরকারের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথকে বেছে নিয়েছেন। তাকে ও দলের নেতাকর্মীদের বারবার হয়রানি, নির্যাতন ও কারাবরণ করতে হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতারা দাবি করেন, নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে অন্য দলে যোগ দিচ্ছেন, এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গণঅধিকার পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। আমরা সকলকে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

Header Ad
Header Ad

মধ্যরাতে ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ  

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হলে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টা দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, ঘটনার সূত্রপাত হয় জবি শিক্ষার্থী সম্রাট দুর্ঘটনাবশত নতুন ঢালাই করা কংক্রিটের ওপর পা রাখাকে কেন্দ্র করে। ধোলাইখালের একটি বাজারের কাছে স্থানীয়রা সম্রাটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তার গায়ে হাত তোলে। সম্রাট আত্মরক্ষার চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সূত্র আরও জানায়, একপর্যায়ে স্থানীয় একটি দল সম্রাটকে মারধর শুরু করলে তিনি তার সহপাঠীদের সাহায্যের জন্য ডাকেন। খবর পেয়ে আরও দুজন জবি শিক্ষার্থী ঘটনাস্থলে যান।

তবে, স্থানীয়রা তাদেরও মারধর করে আটক করে রাখে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, 'আমি কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল ও ওয়ারী থানার সঙ্গে যোগাযোগ করেছি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠাচ্ছে।'

তিনি বলেন, 'আমাদের আহত শিক্ষার্থীকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের সহকারী প্রক্টররা উপস্থিত আছেন। আমি সর্বাত্মক চেষ্টা করছি পরিস্থিতি শান্ত করতে।'

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের নির্দেশ ট্রাম্পের  
নুরের ‘দলত্যাগ’ প্রসঙ্গে হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদ গণঅধিকার পরিষদের  
মধ্যরাতে ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ  
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা
বিরামপুরে কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২
ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের অ‌ভিযোগ সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
সম্ভবত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
ছয় মাসে ১০ হাজার ৪৭৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক
জাতিসংঘকে শাপলা চত্বর ও সাঈদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড নথিভুক্ত করার অনুরোধ
নুর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হতে আগ্রহী: হান্নান মাসউদ
দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা
নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার
টাঙ্গাইলে সালিশি বৈঠকে সংঘর্ষ, ৭০ দোকান ভাঙচুর, থমথমে পরিস্থিতি
শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড
২০৩০ দশকে এআই মানবসভ্যতাকে ধ্বংস করতে পারে: ইলন মাস্ক
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১
দল না পাওয়া সেই আজিঙ্কা রাহানে কেকেআরের নতুন অধিনায়ক
ওএসডি হলেন দেশের ২৯ সিভিল সার্জন