ভারতীয় সাইক্লিস্টের বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
রাজস্থানের জয়পুর থেকে গত ২০ মার্চ বেনাপোল দিয়ে বাংলাদেশে ঘুরতে এসেছেন ভারতীয় সাইক্লিস্ট রবি রোহান। আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন তিনি।
এসময় রবি রোহান বলেন, আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেজন্য এখানে এসেছি। অনেক লোক দেখতে পেয়েছি। মূলত স্বাধীনতা দিবসের প্রোগ্রামে উপস্থিত হতেই এখানে আসা।
বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রবি বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এখানে এসে অনেক ভালো লেগেছে। আজ অব্দি কোনো সমস্যা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকতার সঙ্গে ব্যবহার করেছে। একইসঙ্গে সব ধরনের সহযোগিতাও করেছেন বলেন জানান রবি রোহান।
স্বাধীনতা দিবস সম্পর্কে জানতে চাইলে রবি বলেন, ১৯৭১ সালে যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ভিন্ন হওয়ার জন্য মুক্তিযুদ্ধ শুরু হয় তখন ভারত অনেক সহযোগিতা করে মুক্তিযুদ্ধে। দুই দেশের মৈত্রীতেই বাংলাদেশ স্বাধীন হয়। এসময় তিনি গভীরভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রবি রেহান আরও বলেন, আমিও বাঙালি। কারণ আমার মা-বাবা কলকাতার বাসিন্দা। চাকরির সুবাদে আমি আমার মা-বাবার সঙ্গে রাজস্থান থাকি। আমার জন্ম ও বেড়ে উঠা রাজস্থানেই। আমি আমার বাবা-মার কাছ থেকেই বাংলা ভাষা শিখেছি। আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। আমি চাই সারা বিশ্বের লোক বাংলাদেশে বেড়াতে আসুক। এতে সবার প্রতি একটা বন্ধন তৈরি হবে।
ভারতের রাজস্থানের ছেলে রবি রোহান একজন সাইকেল ভ্লগার। তার প্রবল ইচ্ছে সাইকেল চালিয়ে দেশ ভ্রমণ করা। সেই ইচ্ছে থেকেই সাইকেল চালিয়ে এসেছেন বাংলাদেশে। প্রথমে রাজস্থান থেকে প্রায় ১৬৩০ কিলোমিটার দূরে ট্রেনযোগে ভারতের শিয়ালদহ আসেন। সেখান থেকে সাইকেল চালিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে আসেন বাংলাদেশে। ছয় দিন সাইকেল চালিয়ে শিলাইদহ থেকে বাংলাদেশের সাভার পৌঁছান রবি। ভারতীয় এ ভ্লগারের ফেসবুক পেজের নাম ‘নোম্যাড বাবা’। যখনই তিনি সময় পান ভ্রমণে বেরিয়ে পড়েন। ৭ বছর ধরে তিনি ভ্রমণ করছেন। এর মধ্যে সাইকেলে ভ্রমণ ৬ মাস। রবি বাংলাদেশে এসেছেন এক মাসের জন্য। আজ সাভারে আছেন, এরপর কক্সবাজার ও সিলেটে ঘুরতে যাবেন তিনি।
এসজি