রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে প্রতিনিধি মো. শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলা সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দু’টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা।

Header Ad
Header Ad

রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়

ছবি: সংগৃহীত

চিটাগং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং আর মালানের অসাধারণ ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

চিটাগংয়ের ব্যাটিং লাইন-আপকে চেপে ধরে ১২১ রানে অলআউট করে বরিশাল। বোলিংয়ে ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল ৩টি করে উইকেট নেন। ফাহিম মাত্র ১২ রান খরচায় তার ৪ ওভার শেষ করেন। পরে রান তাড়ায় দাভিদ মালানের অপরাজিত ৫৬ রানের ইনিংসের কল্যাণে ১৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বরিশাল।

চিটাগংয়ের ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো হলেও রিপন ও ফাহিমের বোলিংয়ে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানির যৌথ প্রচেষ্টায় ১২১ রান পর্যন্ত পৌঁছায় দলটি। মিঠুন ৩৫ ও সানি অপরাজিত ২৭ রান করেন।

রান তাড়ায় বরিশাল কিছুটা ধাক্কা খায়। তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দ্রুত ফিরে গেলেও অভিজ্ঞ মালান ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন। তার ৩৬ বলে ফিফটি ও নাবির ২১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছায় বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১২১/৮ (মিঠুন ৩৫, সানি ২৭*, ফাহিম ৩/১২, রিপন ৩/২৩)।
ফরচুন বরিশাল: ১৬.৫ ওভারে ১২২/৪ (মালান ৫৬*, নাবি ২৬*, খালেদ ২/২৭)।

ফলাফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: দাভিদ মালান।

Header Ad
Header Ad

লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?

বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল। ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল। ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই সামাজিকমাধ্যমে গায়কের বিয়ের ছবি ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে,পাত্রীর নাম ধরল সুরেলিয়া। দর্শনের স্ত্রী পেশায় একজন আর্কিটেক্ট। পাশাপাশি তিনি একজন প্রফেশনাল ডিজাইনার এবং উদ্যোক্তা। বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ে।

সামাজিকমাধ্যমে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন দর্শন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সেরা বন্ধু চিরকাল।’ তার এই পোস্ট অনুরাগীদের মন কেড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন তারা।

দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর খ্যাতি অর্জন করেন। ‘তুম হি আনা’, ‘রাতই রহে’, ‘ভুল জানা’ ইত্যাদি গান তার দর্শকদের মনে এক আলাদা জায়গা দিতে বাধ্য করেছে।

শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমায়ও দর্শন রাভাল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি লেখা ও সুর করায়ও সুনাম আছে তার।

Header Ad
Header Ad

সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই; দুটো একসাথেই চলতে পারে।" শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যাওয়া এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব।"

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। তার মতে, "ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান অসম্ভব। এজন্য নির্বাচনের ঘোষণাটা দ্রুত প্রয়োজন। বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চর্চা হয়নি, এখন আবার এই প্রচেষ্টাটা চালু করতে হবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?
সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে : মির্জা ফখরুল
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার
ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত  
হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’
আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সাইফের হামলাকারী বাংলাদেশী: দাবি মুম্বাই পুলিশের  
আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি  
যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর  
একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান বাতিলের প্রস্তাব