প্লাস্টিক দূষণ রোধে বিশ্বভ্রমণে রোহান এখন বরিশালে
প্লাস্টিক দূষণ প্রতিরোধে ১৮ বছর বয়সে বিশ্বভ্রমণে বেড়িয়ে পরেছেন ভারতীয় যুবক 'রোহান আগারওয়াল'। এই পদযাত্রার ৯৪০ দিন ১৬ হাজার কিলোমিটর অতিক্রকম করেছেন। বর্তমানে ২১ বছর বয়সী ভারতীয় যুবক 'রোহান আগারওয়াল' বিভিন্ন দেশে ঘুরে ঘুরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন সর্ব মহলে। বাংলাদেশের ৪৯টি জেলা ঘুরে এখন ৫০তম জেলা বরিশালে অবস্থান করছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১২টার দিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এসে পৌঁছান রোহান। এর আগে অবস্থান করেছিলেন ঝালকাঠি জেলায়। নগরীর বিভিন্ন সংগঠন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়সহ বেশ কিছু স্থানে প্রচারণা চালাবেন তিনি।
রোহান আগারওয়াল বলেন, আমি রোহান আগারওয়াল। নাগপুর, মহারাষ্ট্রের অধিবাসী। আমার বয়স বর্তমানে ২১ বছর চলছে। এখন থেকে ঠিক ৩ বছর আগে আমি যখন ১৮ বছর বয়সী ছিলাম তখন ২০২০ সালের ২৫ আগস্ট উত্তর প্রদেশের বেনারস থেকে বিশ্বভ্রমণ করার মিশন শুরু করি। এরপর ভারতের ২৭ টি প্রদেশে ভ্রমণ করেছি।
নেপালেও গিয়েছি, আর বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশে। ১৪০ দিন ধরে আমি বাংলাদেশে রয়েছি। আমি ফেনী জেলা থেকে বাংলাদেশের যাত্রা শুরু করি। এখন রয়েছি বরিশালে যেটি বাংলাদেশে আমার ভ্রমণের ৫০ তম জেলা। এর আগে আমি ঝালকাঠিতে ছিলাম। আমার এই যাত্রা ৯৪০ দিন ধরে চলছে এবং এই সময়ের মধ্যে আমি মোট ১৫ থেকে ১৬ হাজার কিলোমিটার যাত্রা সম্পন্ন করেছি।
রোহান বলেন, এই যাত্রা আমি শুধু আমার নিজের জন্যই নয়, সকলের জন্য করছি, আমাদের পরিবেশের জন্য করছি। ছোটো শিশু হোক বা বৃদ্ধ, ধনী হোক বা গরিব, কৃষক বা ব্যবসায়ী সবারই জন্ম নেবার পর অক্সিজেন প্রয়োজন হয়, খাবার এবং পানির প্রয়োজন হয়, যা কিছুর যোগান দেয় পরিবেশ।
তিনি আরও বলেন, একবার ভেবে দেখুন, পরিবেশ আমাদের সবার জন্য কতোটা গুরুত্বপূর্ণ। বিনিময়ে আমরা পরিবেশকে কি দেই? আমরা শুধু পরিবেশকে দূষিত করি এবং প্রাকৃতিক সমস্যা তৈরী করে যাই। ফলশ্রুতিতে, সমস্যায় পরতে হয় আমাদেরকেই। যখন সাইক্লোন বা বন্যা হয় কিংবা সম্প্রতি আপনারা দেখে থাকবেন ভূমিকম্পের বিষয়টি, এসব প্রাকৃতিক দূর্যোগ ভয়াবহভাবে দেখা দিচ্ছে।
এইসব ভয়ংকর দূর্যোগকে প্রতিরোধ করতে আমরা যদি এই মূহুর্ত থেকেই সতর্ক না হই তাহলে কখনই প্রাকৃতিক অবস্থার পরিবর্তন আনা সম্ভব হবে না। আমি একা কখনোই পরিবেশের সমস্যা প্রতিরোধমূলক পরিবর্তন আনতে পারবো না। আপনার সাথে আমি যুক্ত হয়ে কাজ করলেই এই পরিবর্তন আনতে পারবো। কারণ দশের লাঠি একের বোঝা। আমার এই যাত্রায় আমি তরুণ-যুব সমাজকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। স্কুল-কলেজসহ অন্যান্য জনবহুল স্থানে গিয়ে আমি পরিবেশ রক্ষার এই প্রচারণা চালাচ্ছি।
তরুণ প্রজন্মরাই আগামীর ভবিষ্যৎ। তারা পরিবেশ রক্ষায় সচেতন হলে তা দেশের অগ্রগতিতে অনন্য ভূমিকা পালন করবে। তিনি চেষ্টা করবেন বাংলাদেশের ৬৪ টি জেলাসহ মাসয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, চায়না, হংকং, ম্যাকাও, কঙ্গো, রাশিয়া পর্যন্ত যাওয়ার। রাশিয়ার সব থেকে ঠান্ডা জায়গা সাইবেরিয়ার ওমিয়াকন।
যেখানের তাপমাত্রা কখনো কখনো মাইনাস ৭২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। সেখানে রোহান পৌঁছাতে পারলে সাউথ এশিয়ার প্রথম ব্যক্তি হবেন তিনি। ওখানে তাঁর পৌঁছাতে প্রায় আরো ৫ বছর লাগবে বলে জানান তিনি। তবে যদি তাঁর সঙ্গে আপনিও এই যাত্রায় অংশগ্রহণ করতে চান, তাহলে রোহানের ফেইসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এএজেড