মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের ৯৬ নং বটতলা-চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার। এ ঘটনার জেরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রীরা।
যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর নানা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তুহিন মণ্ডলের নিকট লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, ননী গোপাল হালদার ৫ম শ্রেণির একাধিক ছাত্রীকে নিয়মিত যৌন হয়রানি করে আসছে।
গত ৫ জানুয়ারি পশ্চিম জিউধরা গ্রামের এক শিক্ষার্থী ননী গোপালের যৌন হয়রানির শিকার হলে তার পরিবারকে জানায়। সে আর বিদ্যালয়ে যাবে না এবং জোর করে পাঠালে আত্মহত্যা করবে বলেও হুমকি দেয়। এ ঘটনা প্রকাশ হওয়ার পর যৌন হয়রানির শিকার অন্য ছাত্রীরাও মুখ খুলতে শুরু করে।
বিষয়টি বিদ্যালয়ের শিক্ষিকা ময়না রানী শিকদারকে জানালে তিনি এ ব্যাপারে কোনো সহায়তা করেননি বলে অভিযোগ আসে। ঘটনার পর থেকে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীদের অভিভাবকরা মেয়েদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, শিক্ষক ননী গোপাল হালদারের আগে জয়বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিকালে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয়দের হাতে মার খেইয়েছিল। পরে ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে বর্তমান বিদ্যালয়ে বদলি হয়ে আস।
এ বিষয়ে প্রধান শিক্ষক ননী গোপাল হালদারের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তাছাড়া তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে।
এ প্রসঙ্গে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ সম্পর্কে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তুহিন মণ্ডল জানান, ননী গোপাল হালদারের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। এ বিষয়ে তাদের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ বিষয়ের অভিযোগ সম্বন্ধে তার জানা নেই। তবে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসটি/এএন