গ্যাস লাইন লিকেজ, ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর হাজারী রোডের মাথায় বাখরাবাদের গ্যাস লাইনে লিকেজ হওয়ায় পুরো জেলায় গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে ১১টার দিকে ড্রেনের মধ্যে গ্যাস সার্ভিস লাইনে আগুন জ্বলতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাখরাবাদ গ্যাস কতৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখে।
এ ব্যাপারে বাখরাবাদ অফিসের ম্যানেজার বাপ্পি শাহরিয়ার জানায়, গ্যাসের সার্ভিস লাইনে লিকেজের খবর পেয়ে তাৎক্ষণিক গ্যাস সরবারাহ বন্ধ রাখা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বলা যাচ্ছে না। আমাদের টিম এটি মেরামতের জন্য কাজ করছে। কাজ শেষ হতে কিছু সময় লাগতে পারে বলে জানান তিনি।
এএম/টিটি/
