মাগুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মাগুরায় পানিতে ডুবে জিসান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদরের ঘোপডাঙ্গা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
জিসান মেহেরপুর জেলায় কর্মরত আনসার সদস্য কামরুল মোল্যা ও মুন্নি বেগম দম্পতির একমাত্র সন্তান।
জিসানের বড় চাচা কামরুল মোল্যা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সবাই জুম্মার নামাজ পড়তে যায়। জিসানের মা মুন্নি বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাড়ির মধ্যে খেলা করছিল। কিছুক্ষণ পর তার মা তাকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। পরে পাড়ির পাশে একটি ডোবায় ভেসে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
ধারণা করা হচ্ছে সে কোনো এক সময় বাড়ির পাশে ফুফু রেহেনার বাড়িতে যাচ্ছিল। পথে হঠাৎ তার পা পিছলে ডোবার পানিতে পড়ে যায়।
সদর থানার ওসি মন্জুরুল আলম বলেন, ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
/এএন
