বন বিভাগের সংরক্ষিত জমি অবৈধভাবে ইজারা দিল বশিউক
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুরে সংরক্ষিত বনের জমিতে আবাদের অনুমতি দিয়েছে বন শিল্প উন্নয়ন করপোরেশন (বশিউক)। ৩২ একর জমি ৫৮ লাখ টাকায় তিন বছরের জন্য স্থানীয় ব্যক্তিদের কাছে ইজারা দেওয়া হয়েছে। যা নিয়মবহির্ভূত বলে জানিয়েছে বন বিভাগ কর্তৃপক্ষ।
বন বিভাগ জানায়, বশিউক রাবার আবাদ করার জন্য বনের জমি লিজ নিয়েছে। বশিউক বনের জমি ইজারা দিতে পারে না।
সন্তোষপুর রাবার কার্যালয়ের দক্ষিণ পাশে প্রায় সাত মাস আগে ৩২ একর রাবার বাগানের গাছ কেটে ফেলা হয়।
গত ২৩ ডিসেম্বর বশিউক টাঙ্গাইল ও শেরপুর জোন সন্তোষপুর রাবার বাগানের সাতটি প্লটে ৩২ একর জমি সাথি ফসলের জন্য দরপত্র ডাকে। ১-৬ নম্বর প্লটে পাঁচ একর এবং ৭ নম্বর প্লটে দুই একর জমি রয়েছে। ৫০০ টাকা করে ১৭০টি শিডিউল বিক্রি করে। সর্বোচ্চ দরদাতারা ৫৮ লাখ টাকায় ৩২ একর জমি তিন বছরের জন্য আবাদের জন্য অনুমতি পান।
এর আগেও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অন্তত ১৫০ একর জমি অবৈধভাবে দখল করে আবাদ করছে স্থানীয় প্রভাবশালীরা।
দুই বছর আগে আবাদ করতে গিয়ে রাতে ৪৬ একর বাগানের শত শত রাবার গাছের চারা ভেঙে ও উপড়ে ফেলে, যাতে ফসলে রাবার গাছের ছায়া না পড়ে। এ ঘটনায় থানায় মামলা হয়েছিল।
সন্তোষপুরের আবুল হোসেন জানান, ‘রাবার বাগানে ফসল আবাদ করলে লাভবান হন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী। ক্ষতিগ্রস্ত হয় বাগান। আন্ত ফসল করতে গিয়ে বাগানের চারা ভেঙে ফেলার অভিযোগ নতুন নয়। সংরক্ষিত বনের জমি এভাবে দখল করে কৃষিজমিতে রূপান্তর করা হয়েছে। দরপত্রের মাধ্যমে যেহেতু লিজ গ্রহীতারা জমিতে যাবে, ফসল করতে গিয়ে বাগান নষ্ট হলে কারও কিছু বলার থাকবে না।’
আইয়ুব আলী জানান, সর্বোচ্চ ডাকে আমরা জমি লিজ নিয়েছি। বনের জমি রাবার কীভাবে লিজ দিয়েছে সেটা তারা ভাল বলতে পারবে।
সন্তোষপুর রাবার প্রকল্পের ব্যবস্থাপক মো. হারুন অর রশিদ ঢাকাপ্রকাশকে জানান, ‘টাঙ্গাইল ও শেরপুর জোন অফিসের অনুমোদনক্রমে শর্ত সাপেক্ষে বাগানে আন্ত/সাথি ফসলের জন্য দরপত্রের মাধ্যমে তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বনের জমি ইজারা দেওয়া যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ইজারা নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথি ফসল আবাদের জন্য অনুমোদন দিয়েছে।’
সন্তোষপুর বন বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম খান ঢাকাপ্রকাশকে জানান, রাবারের জমি বন বিভাগের। রাবার কর্তৃপক্ষ ইজারা দিতে পারে না। এটি সম্পূর্ণ অবৈধ। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
একে/টিটি/