সুনামগঞ্জে দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে
সুনামগঞ্জে চার দফা দাবিতে দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে। আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শহরের বাহিরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা রয়েছে। তবে শহরের ভিতরে অটো ও সিএনজি চলাচল করছে। এদিকে ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ফেরত যাচ্ছেন যাত্রীরা। আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট।
জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতু থেকে টোল গ্রহণ বন্ধ করা, রেজিস্ট্রেশনবিহীন অবৈধভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা, সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করা ও সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় জেলা বাস মিনিবাস পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। তবে সিলেটে বিএনপির সমাবেশের সঙ্গে ধর্মঘটের কোনো সম্পর্ক নেই বলে দাবি পরিবহন মালিক ও শ্রমিকদের।
এদিকে এই পরিবহন ধর্মঘটের ফলে ভোগান্তি পড়েছেন সাধারণ যাত্রীরা। ভোর থেকে বাস টার্মিনালে গাড়ির জন্য অপেক্ষা করলেও কোনো ধরনের পরিবহন না পাওয়ায় গন্তব্যে যেতে পারেননি তারা। অনেকেই ব্যক্তিগত পরিবহন বা মাইক্রোবাস দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের কড়াকড়িতে পথিমধ্যেই প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।
সিলেট থেকে এসেছিলেন সাদিক হোসেন, তিনি ঢাকা প্রকাশ-কে বলেন, গতকাল বোনের বাসায় আসছিলাম কিন্তু আজ যেতে এসে দেখি বাস বন্ধ। বাস বন্ধের কারণে বিপাকে পরে গেলাম।
আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতারা বলছেন, তাদের বিভাগীয় সমাবেশকে বাধা দিতেই এ ধর্মঘট দেওয়া হয়েছে।
এসআইএইচ