আমি নিশ্চিত করছি কাদের জেলে যাবে: মির্জা আব্বাস
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির জাতীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের এই চারটা মিটিং হওয়ার পরে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, 'আমরা পালাবো না, জেলে যাবো' উনি নিজেই এই কথা শিকার করেছেন। তবে আমি নিশ্চিত করে বলছি আপনি জেলে যাবেন। উনি নাকি বিএনপির আন্দোল পতনের আওয়াজ পাচ্ছেন। কই র্যাব, পুলিশ, আওয়ামী লীগের বাহীনি দিয়ে আমাদের তো রুখতে পারেনি। আন্দোলন বন্ধ হয় নই। আওয়াজ পাচ্ছি কারা জানি আওয়ামী লীগের পতন ঘটাতে আসছে। শনিবার (৫ নভেম্বর) বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বাংলাদেশের কয়েকটি জাতীয় পত্রিকার সূত্র ধরে বলেছেন, ২০১৮ সালের জুন মাসে দেশ থেকে পাচার হয়েছে ৬ লক্ষ কোটি টাকা। সুত্র: যুগান্তর ৩০/৬/১৮। দেশ থেকে আরো ৭৫ কোটি কাটা পাচার হয়েছে। সূত্র: সমকাল ১০.১২.২০২৫। সেই হিসাবে চার বছরের দেশ থেকে পাচার হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এই সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে তিন লক্ষ কোটি টাকা।
মির্জা আব্বাস বলেছেন, হ্যামিলিয়নের বংশীবাদকের মতো বংশীবাদকের মত আজকে আমাদের নেতা শহীদি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে জেগে উঠেছে। আমাদের কেউ থামিয়ে রাখতে পারবেনা।
কুমিল্লায় আওয়ামী লীগের সমাবেশ নিয়ে মির্জা আব্বাস বলেছেন, আজ (৫ নভেম্বর) কুমিল্লায় আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে। সেখানে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি হয়েছে। আর আমাদের এখানে সুশৃংখল সমাবেশ হচ্ছে। দেখতে চাই ওই যে দুই গ্রুপ মারামারি করেছে। তারা কারা এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় কিনা? কারণ আমার বাংলাদেশের সমস্ত নেতাকর্মীদের এখন গ্রেপ্তার করা হচ্ছে এই সমাবেশকে ঘিরে।
বরিশালের সমাবেশ নিয়ে এই নেতা বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে স্বর্থক করার চেষ্টা করেছে। আপনারা দেখছেন- সরকারী প্রশাসন মাঠের অর্ধেকে প্যান্ডেল করে দিয়েছে। প্রচন্ড রোদে আমার ভাইরা তবুর ভিতরে বসে আছে। একটু আরাম করছে। এছাড়া আমি পুলিশ ভাইদেরও ধন্যবাদ দিতে চাই বিরোধী দলীয় মিটিংএর জন্য পুলিশ তাবু করে দেয়। এই ঘটনা প্রথম দেখলাম।
মির্জাা আব্বস আরো বলেছেন, আমাদের এই সামাবেশের মঞ্চ হওয়ার কথা ছিলো মূল মঞ্চের পাশে। সরকার দলীয় লোকেরা মাঠটিকে অর্ধেক করে দিয়েছে। আমাদরে অর্ধেক করতে চেয়েছিলো। কিন্তু সেটি হয়নি। পুরা বরিশাল আজাকে জনসভার শহর। পুরা বরিশাল আজকে মিছিলের শহর।
তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ক্ষমতা বলে সারা বাংলাদেশ দিয়ে বিএনপির ভাইরা রাজপথে নেমেছে। সরকারদলীয় সকল বাধা উপেক্ষা করে, রীতিমতো যুদ্ধ করে প্রথম চট্টগ্রামে তারপর ময়মনসিংহে, খুলনায়, রংপুরে আজকের বরিশালেও জনসমুদ্র হয়েছে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জাা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ প্রমুখ।
এএজেড