বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মেঘনায় নৌ পুলিশের উপর হামলা, আটক ১৮ জেলে

ইলিশ প্রজনন রক্ষা অভিযান আইন অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করেছে ভোলা নৌ পুলিশের সদস্যরা। এ সময় আটক জেলেরা প্রথমে পুলিশের বোট লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে ছিল। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এঘটনায় ইলিশা নৌ থানার দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেন ওসি আকতার হোসেন। শনিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে মেঘনা নদীর ভোলার চর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে ১৮ মৎস শিকারী (আসামি) কে আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও মৎস আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামিরা ভোলা সদর, মেহেন্দীগঞ্জ, ও লক্ষীপুর জেলার বাসিন্দা বলে জানাগেছে।

উল্লেখ্য, ইলিশের বংশ বিস্তারে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, মওজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ করেছে সরকার। এই আইন অমান্য করলে ১ থেকে ২ বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে।

ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন জানান আমাদের অভিযানে আটক ১৮ জেলের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও মৎস সম্পদ সুরক্ষা আইনে পৃথক দুইটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছ।
এএজেড

Header Ad
Header Ad

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা খরচ, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালনে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় এবং সারা দেশে ১০ হাজারেরও বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ নিয়ে অর্থ অপচয় এবং রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এই অনুসন্ধান পরিচালিত হচ্ছে। দুদক সম্প্রতি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সাত সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বুধবার (৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, অনুসন্ধান পরিচালনার জন্য দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা হলেন— সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগ অনুযায়ী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশে প্রায় ১০ হাজার ম্যুরাল এবং ভাস্কর্য নির্মাণ করা হয়, যার মোট ব্যয় হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। এই বিপুল ব্যয়কে অপ্রয়োজনীয় এবং অপচয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষের কার্যক্রম চলছিল, তবে করোনা মহামারির কারণে অনুষ্ঠানগুলি যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি, তাই এর মেয়াদ বাড়ানো হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সারা দেশে ১ হাজার ২২০টি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয়, তবে সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনসহ ৭০০-এর বেশি স্থানে এই নির্মাণ কাজ করা হয়, যার ফলে প্রায় ১০ হাজার ম্যুরাল ও ভাস্কর্য গড়ে উঠেছে। এদের মধ্যে প্রতিটির নির্মাণে ব্যয় হয়েছে ৮ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে। সড়কের বিভিন্ন জায়গা, চৌরাস্তায়, নদী বা পুকুরপাড়ে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রবেশপথেও বসানো হয়েছে এসব ভাস্কর্য।

মাসখানেক আগে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যুরালের ডিজাইন ও নকশা তৈরিতে খরচ হয় ৫০ লাখ টাকা, এবং অন্যান্য খরচসহ এর মোট ব্যয় দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক নির্মিত ১০ ফুট উচ্চতা এবং ৮ ফুট প্রস্থের একটি ম্যুরালের নির্মাণে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। বাংলাদেশের বেতার ৫ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকায় একটি ম্যুরাল নির্মাণ করেছে।

এছাড়া, এসব ম্যুরাল এবং ভাস্কর্য নির্মাণের জন্য কোন পৃথক প্রকল্প গ্রহণ করা হয়নি, এবং স্থানীয় প্রশাসন সরকারি অর্থে এসব নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

দুদকের অনুসন্ধান এখনো চলমান, এবং এই তদন্তের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

Header Ad
Header Ad

১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা

শাকিব খান। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের সময় ১২০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ, যা মেহেদী হাসান হৃদয়ের প্রথম পরিচালনা। শাকিব খানের অভিনয়ের কারণে ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করছে এবং প্রায় প্রতিটি শোই হাউজফুল যাচ্ছে। বিশেষ করে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টারে প্রতিদিন ৬০-৭০টি শো চলছে এই ছবিটির।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বহুবার জানিয়েছিলেন যে ছবিটির বাজেট ১৫ থেকে ১৬ কোটি টাকা। কিন্তু ছবির বাজেটের পাশাপাশি প্রশ্ন উঠেছিল শাকিব খানের পারিশ্রমিক কত ছিল? সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।

বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ও শাকিব খান। ছবি: সংগৃহীত

দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়। সেখানে উপস্থাপিকা শাকিব খানের পারিশ্রমিক জানতে চাইলে তিনি সরাসরি জানান, বরবাদ-এ শাকিব খানের পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ টাকা।

এর আগে, শাকিব খান সাধারণত ৩-৪ বছর আগেও ছবি প্রতি ৪০-৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন। তবে তার ২০১৮ সালের ছবি প্রিয়তমা ব্যাপক ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর শাকিব তার পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলেন। বর্তমানে শোনা যাচ্ছে, তিনি তার পরবর্তী ছবিগুলোর জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক চাচ্ছেন। বিশেষভাবে, প্রযোজকরা এখন আর্থিকভাবে শাকিব খানকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, কারণ বর্তমানে তার নামই যেন ‘মানিব্যাক গ্যারান্টি’ হয়ে উঠেছে।

এছাড়া, পরিচালক হৃদয় আরও দাবি করেছেন যে বরবাদ সিনেমার বাজেট ১৫-১৬ কোটি টাকা। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত এবং ইধিকা পাল।

বরবাদ ছবিটি ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত ছবিটি দারুণ ব্যবসা করছে এবং দর্শকদের ব্যাপক প্রশংসা পাচ্ছে, বিশেষ করে শাকিব খানের অভিনয় তাকে আবারও প্রমাণ করেছে চলচ্চিত্র শিল্পের শীর্ষ তারকা হিসেবে।

Header Ad
Header Ad

‘অতি গোপনীয় অভিযোগ’ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি: সংগৃহীত

দুর্নীতি সংক্রান্ত ‘অত্যন্ত গোপনীয়’ অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দুদক কার্যালয় থেকে বের হন তারা। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এনসিপির এই দুই নেতা।

এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।”

অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ভেরি কনফিডেনসিয়াল।” অভিযোগ কার বিরুদ্ধে জানতে চাইলেও তিনি সরাসরি কিছু না জানিয়ে বলেন, “এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।”

জুলাই-অগাস্টের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসা ছাত্রদের নিয়ে প্রায় দেড় মাস আগে আত্মপ্রকাশ করা দলটির এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমও তাদের করা অভিযোগের বিষয়ে কিছু খোলাসা করেনি।

সারজিস বলেন, “অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা খরচ, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা
‘অতি গোপনীয় অভিযোগ’ নিয়ে দুদকে হাসনাত-সারজিস
ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে: সালাহ উদ্দিন
ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ৩২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
উদ্ধার করা সওজের জমি দখলে নিল সমন্বয়করা!
নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর