মেঘনায় নৌ পুলিশের উপর হামলা, আটক ১৮ জেলে

ইলিশ প্রজনন রক্ষা অভিযান আইন অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করেছে ভোলা নৌ পুলিশের সদস্যরা। এ সময় আটক জেলেরা প্রথমে পুলিশের বোট লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে ছিল। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এঘটনায় ইলিশা নৌ থানার দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেন ওসি আকতার হোসেন। শনিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে মেঘনা নদীর ভোলার চর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে ১৮ মৎস শিকারী (আসামি) কে আটক করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও মৎস আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামিরা ভোলা সদর, মেহেন্দীগঞ্জ, ও লক্ষীপুর জেলার বাসিন্দা বলে জানাগেছে।
উল্লেখ্য, ইলিশের বংশ বিস্তারে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, মওজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ করেছে সরকার। এই আইন অমান্য করলে ১ থেকে ২ বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে।
ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন জানান আমাদের অভিযানে আটক ১৮ জেলের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও মৎস সম্পদ সুরক্ষা আইনে পৃথক দুইটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছ।
এএজেড
