যশোরে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩
যশোর শহরের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দেশীয় অস্ত্র তৈরির এক কারাখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে ওই অস্ত্রের কারখানার পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির তিন কারিগরকে আটক করেছে।
আটকরা হলেন- উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- শহরের অম্বিকা বসু লেনের রাঙ্গামাটি গ্যারেজের পাশে এক ওয়ার্কশপে অস্ত্র তৈরি করা হয়। বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল ওই ওয়ার্কশপে অভিযান চালিয়ে তিনজন অস্ত্র তৈরির কারিগরকে আটক করে। পরে সেখান থেকে দেশীয় তৈরি ৫টি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিনসহ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
এব্যাপারে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, বিষয়টি নিয়ে আমরা আরও তদন্ত করব। এভাবে আরও অস্ত্র তৈরি হয়েছিল কি-না বা এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে।
আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএন