যশোরে ৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ
যশোরে অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর রাতে যশোর সদরের চাচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা মাছের পোনার মালিক যশোরের চাঁচড়া ডালমিল এলাকার জয়নাল আবেদীন (৪৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাগীব গ্রামের রিপন হোসেন (৪৫)। এ সময় তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে যশোর র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন খবরে তারা জানতে পারে যে আফ্রিকান মাগুর মাছের পোনার একটি বড় চালান বাজারজাতকরণের উদ্দেশে যশোর সদরের চাচড়া এলাকায় অবস্থান করছে। এমন ধরনের গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে দুই ট্রাক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনা মাছের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছের পোনাগুলো ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
এসআইএইচ