সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

কেন ইলিশের রাজ্যে ক্রেতাদের হাহাকার

পায়রা-বিষখালী-বলেশ্বর।উপকূলীয় বরগুনা জেলা তথা বাংলাদেশের অন্যতম ইলিশের ভান্ডার। মৌসুমে এই তিন নদী ও মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ে। স্বাভাবিক ভাবেই ক্রেতাদের কাছে নদীর ইলিশের চাহিদা একটু বেশিই। কিন্ত আকাশচুম্বি দামের কারণে বরগুনার বাসিন্দাদের কাছে বরগুনার ইলিশই কিনে খাওয়া দুষ্কর। এ নিয়ে স্থানীয় ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই ইলিশের এত দাম।

দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার বিক্রয় ও বিপনন কর্মকর্তা মো. রিপন মিয়া জানান, ১২০০ থেকে ১৪০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ সর্বনিম্ম ১ হাজার ৩৭৫ থেকে ১ হাজার ৫০০ টাকা, ১ কেজি সাইজের ইলিশ প্রতি কেজি সর্বনিম্ম ১ হাজার ১২৫ থেকে ১ হাজার ২০০ টাকা, ৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ সর্বনিম্ম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১৫০ টাকা এবং ৫০০ গ্রাম সাইজের ইলিশের কেজি সর্বনিম্ম ৮০০ থেকে সর্বোচ্চ ৮৭৫ টাকা কেজি পাইকারি বিক্রি হয়। এই দামে ইলিশ আরৎদার ও পাইকাররা কিনে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় চালান করে দেন।

পাথরঘাটা বিএফডিসি পাইকার সমিতির সভাপতি মো. সাফায়েত হোসেন মুন্সি বলেন, বিএফডিসি অকশন শেড থেকে ইলিশ কেনার পর আমরা প্রতি দেড় মন (৬০ কেজি) ইলিশের আরতদারি বাবদ ৪০০ টাকা নেই। এরপর চালানের জন্য (দেড়মন ইলিশের জন্য) ককশিড প্রস্তত করতে বরফ, বস্তা ও শ্রমিক খরচ বাবদ ককশিডে পাইকারি ৩০০ টাকার বরফ, শ্রমিক বাবদ ৩৪০ টাকা মোট ৭০০ টাকা পর্যন্ত খরচ হয়।

এরপর পরিবহনে প্রতিটি ককশিডের জন্য খুলনা পাঠাতে ৩০০ টাকা ও ঢাকার জন্য ৪০০ টাকা খরচ হয়। অর্থাৎ বিএফডিসি থেকে কেনার পর প্রতি দেড়মন ইলিশ চালান করতে প্রায় এক হাজার টাকা খরচা হয়। এরপর খুলনা বা ঢাকার আরতে পৌঁছার পর সেখানের আড়ৎদাররা শতকরা ৩ টাকা কমিশন নিয়ে বাজারে ইলিশ ছাড়েন।

সাফায়েত মুন্সি আরো বলেন, কোনো ক্রেতা চাইলেই বিএফডিসি থেকে সরাসরি মাছ কিনতে পারবেন না। কারণ এখানে ইলিশ আসার পরই চালানের জন্য ইলিশ কিনে নেয় পাইকার আরৎদাররা। কেউ ইলিশ নিতে চাইলে পাইকার ও আড়ৎদারদের কাছ থেকে কিনতে হবে। যদি পাইকার বা আড়ৎদাররা বিক্রি না করতে চান তবে কেউ কিনে নিতে পারবেনা।

তিনি বলেন, কিছু খুচরা পাইকার আড়ৎ থেকে মাছ কিনে নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করেন। কিন্ত স্থানীয় পাইকারদের কাছ থেকে আড়ৎদারি কমিশন ও চালানের খরচা হিশাব করে দাম ধরে বিক্রি করা হয়। ফলে স্থানীয় বাজারেও ঢাকা বা খুলনার চেয়ে কম দামে ইলিশ কিনতে পারেনা ক্রেতারা।

পাথরঘাটা বিএফডিসি আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার। মনপ্রতি ৪০০ টাকা কমিশন নেয়ার বিষয়টি অস্বীকার না করে তিনি এর পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বলেন, আমরা বছরের পর বছর লাখ লাখ টাকা ট্রলারে দাদন দিয়ে রাখি। ওই টাকার বিপরীতে আমরা মনপ্রতি ৪০০ টাকা করে আড়ৎদারি রাখি।

জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি আ. খালেক বলেন, পাইকার আড়ৎদারদের সিন্ডিকেটের কারণে ইলিশ ন্যয্য দামে স্থানীয়রা কিনে খেতে পারেনা। তিনটি নদী ও বঙ্গোপসাগরের মোহনাসহ এলাকার সব মাছ বিএফডিসি পাথরঘাটায় অবতরণ হয়। বিএফডিসিতে অবতরণ হওয়া ইলিশের একটি অংশ বাধ্যতামূলকভাবে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির নিয়ম করা হলে এই সমস্যা আর থাকবেনা। আমার দাবি, সরকার এই প্রস্তাব অবশ্যই গুরুত্বসহ বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহন করবে।

দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি পাথরঘাটার ব্যবস্থাপক লে. এম লুৎফর রহমান (বিএন) বলেন, মাছ অবতরণের পর অকশন শেডে নিলাম হয়। পাইকাররা নিলামে ইলিশ কিনে নেয়। আমরা শুধু হিশাব রাখি কত টন ইলিশ অবতরণ হয় ও কত টাকার ইলিশ বিক্রি হয়। সেই হিশাবে আমরা সকারের পক্ষে রাজস্ব আদায় করে থাকি।

আমরা শুধু এখানে অবতরণ ও বিপনের কাজ করি, বাজার আমাদের নিয়ন্ত্রন নয়। তবে বিএফডিসিতে অবতরণ হওয়া ইলিশের একটি অংশ বাধ্যতামূলক ভাবে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির যদি বিধান করা হয় তবে স্থানীয় ক্রেতারা ইলিশ ন্যয্যমূল্যে কিনে খেতে পারতেন বলে তিনি জানান। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রাখবেন বলেও জানান তিনি।
এএজেড

Header Ad
Header Ad

যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্বর ও নির্বিচার এই হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা।

একইসঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের মতে, নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে আলোচনা করবেন। এতে বলা হয়েছে, “গাজায় চলমান যুদ্ধ এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসানের দাবির পরিপ্রেক্ষিতে উইটকফের উপস্থিতি ‘ইসরায়েলি বন্দি মুক্তির ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে’।”

সংবাদপত্রটি জানিয়েছে, নেতানিয়াহু এবং ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথেও দেখা করবেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড মূলত ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধান করেন। গত বুধবার উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতির কারণে অন্যান্য দেশের সাথে ইসরায়েলের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বসতে চলেছেন নেতানিয়াহু।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী দুই দিন ধরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে তাড়াহুড়ো করে নির্ধারিত বৈঠক করবেন।

বৈঠকগুলোতে মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং জিম্মিদের বিষয়ে আলোচনা করা হবে, যাদের মধ্যে ৫৯ জন এখনও গাজায় বন্দি রয়েছেন। সেইসাথে ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা রয়েছে। সফরের কথা ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নেতানিয়াহু রোববার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন।

এদিকে নেতানিয়াহুর এই সফর মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হওয়ার কথা থাকলেও ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এই সফরের সময়সীমা বাড়ানো যেতে পারে। গত সপ্তাহে নেতানিয়াহু, ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে ত্রিপক্ষীয় কথোপকথনের পর এই সফরের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে।
টাইমস অব ইসরায়েল বলছে, স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছানোর পরেইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিমানবন্দর থেকে কাফেলা নিয়ে ব্লেয়ার হাউসের দিকে যান। সেখানে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথে তার দেখা করার কথা ছিল।

আনাতোলু বলছে, ইসরায়েলের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সফর এমন এক সময় এলো যখন তেল আবিব গাজা উপত্যকায় মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। ২০০৩ সালের অক্টোবর থেকে নির্বিচার হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ৫০ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন।

গত সপ্তাহান্তে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে।

Header Ad
Header Ad

রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশত বাস যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- নাসিম মিজান ও জুয়েল।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুটি বাস নিয়ে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে ধাক্কা দেয়। একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

স্থানীয় লোকজন ও দমকল বিভাগের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, নিহত তিনজনের মধ্যে ২ ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

Header Ad
Header Ad

পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস অন্তত ১৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।

সোমবার (৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে নাজিমউদ্দিন রোডে মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ভোর ৪টা ১০ মিনিটে পাঁচতলা ভবনটির নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ১২ মিনিটে আগুন নেভায়। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয়তলা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, লেপ-তোশকের দোকানটির পাশের ‘রিয়েল উড’ নামে ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানটিতে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আতিকুর রহমান আরও জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর যাবত দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন আমিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
গাজায় ইসরায়েলের গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও কর্মসূচি ঘোষণা
দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ: প্রেস সচিব
দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের পরিদর্শন
ফেসবুকে নির্বাচনের কথা লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক
গাজায় গণহত্যার প্রতিবাদ: ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক
যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা
বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার
এসএসএফের সাবেক ডিজি ও তার স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন
গাজার গণহত্যার বিরুদ্ধে সোমবার দেশবাসীকে রাজপথে নামার আহ্বান সারজিসের