কুষ্টিয়ায় রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী নীলাকে
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। শিরোপাজয়ী দলের খেলোয়াড় কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা দেবে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে এক সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম এ সিদ্ধান্ত জানান। আগামী ২৮ সেপ্টেম্বর নিলুফা ইয়াসমিন নীলাকে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন নিলুফা ইয়াসমিন নীলাকে ফুল দিয়ে বরণ করে নেবেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা। এরপর খোলা গাড়িতে ব্যান্ড দলের বাজনার তালে তালে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে নীলাকে বহনকারী গাড়ি। শহর প্রদক্ষিণের সময় মোটরসাইকেল শোভাযাত্রারও ব্যবস্থা রাখা হবে। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকবে জেলা পুলিশের সদস্যরা। শহর প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হবে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্যও সংবর্ধনা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিলুফা ইয়াসমিন নীলাকে কেউ উপহার দিতে চাইলে সেটার সুযোগও রাখা হয়েছে।
এর আগে গত শুক্রবার জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম কুষ্টিয়া শহরের নীলার বাড়িতে গিয়ে নীলার মাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি নীলাকে সংবর্ধনা ও ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে নিলুফা ইয়াসমিন নীলার হাতে চেক তুলে দেবেন জেলা প্রশাসক। পরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দীর নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা নীলার বাড়িতে মিষ্টি নিয়ে গিয়ে শুভেচ্ছা জানান। এর আগে কুষ্টিয়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন উদ্দিন নিজ উদ্যোগে ও ব্যক্তিগত খরচে নিলুফা ইয়াসমিন নীলার কুষ্টিয়া জুগিয়া পালপাড়া সবজি ফার্ম এলাকার বাড়িতে যাতায়াতের রাস্তা পরিষ্কার করান এবং বাড়ির উঠানে বালি দিয়ে ভরাট করে দেন।
নিলুফা ইয়াসমিন নীলা যখন ছোট তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার নানী ও মামার বাড়িতে আশ্রয় নেন নিলুফার মা। অনেক সংগ্রাম ও কষ্ট করে সমাজের কুসংস্কার ও কটুকথা শুনেও মেয়েকে খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন নীলার মা বাছিরন আক্তার শাম্মী। নানি ও মামার আশ্রয়ে সেখানেই বড় হন নীলা ও তার ছোট বোন সুরভী আক্তার। পরবর্তীতে ২০১৮ সালে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ১০ লাখ টাকা দিয়ে কুষ্টিয়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের জুগিয়া পালপাড়া সবজি ফার্ম এলাকায় জমি কিনে বাড়ি করেন।
নিলুফা ইয়াসমিন নীলা কুষ্টিয়া শহরের চাঁদ সুলতানা স্কুল থেকে ২০১৮ সালে এসএসসি পাস করেন। এরপর ২০২১ সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরে তিনি খেলোয়াড় কোটায় ভর্তি হন।
এদিকে রবিবার বিকালে নিলুফা ইয়াসমিন নীলার মা বাছিরন আক্তার শাম্মী জানান, নিলুফা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আগামী ২৮ সেপ্টেম্বর আন্ত-বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা থাকায় নীলা সেদিন কুষ্টিয়ায় আসতে পারবে না।
ওই খেলা শেষ করেই নীলার কুষ্টিয়ায় আসার কথা রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি নীলার মা।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাব্বির মোহাম্মাদ কাদেরী সবু জানান, নিলুফা ইয়াসমিন নীলা যেদিন কুষ্টিয়ায় আসবে তাকে সেদিনই একই আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে।
এসজি