জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় জরিমানা
পঞ্চগড়ের বোদা উপজেলায় পরিমাপে কম তেল দেয়ায় জান্নাত ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সাহাপুর এলাকায় ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন পঞ্চগড় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তাদের চাহিদা নিশ্চিত করতে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে বোদা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চন্দনবাড়ী ইউনিয়নের সাহাপুর এলাকায় জান্নাত ফিলিং স্টেশনে ক্রেতাদের অকটেন তেল পরিমাপে কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। পরে পরিমাপে কম তেল দেয়ার অপরাধে ফিলিং স্টেশনের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার সাকোয়া বাজারে মালিয়া ফার্মেসীকে চিকিৎসক নমুনা রাখার অপরাধে ২ হাজার টাকা ও দুই ভাই চাল ঘরকে মূল্য তালিকা না রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পঞ্চগড় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, আমরা নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজকে আমাদের এ অভিযান। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএজেড