জমির আইল ঠিক করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
নীলফামারীর ডোমারে নিজের জমির আইল ঠিক করতে গিয়ে আলিফ হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মটুকপুর ইউনিয়নের চাল্লিশ পীর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ইসলাম উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের চাল্লিশ পীর তেলি পাড়া এলাকার মোঃ হাফিজুল ইসলামের ছেলে ও স্থানীয় মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও হাফেজ ছিল।
স্থানীয়রা জানায়, আলিফ তাদের জমিতে সার ছিটানোর জন্য এলাকার বিকাশ নামে একজনকে মজুরি হিসেবে নেয়। আজ সকাল ১০টার দিকে বিকাশকে সঙ্গে নিয়ে সে জমিতে যায়। বিকাশ জমিতে সার ছিটাচ্ছেন আর আলিফ জমির আইল ঠিক করছেন। এক সময় জমির আইল ঠিক করার সময় সে জমিতে পড়ে যায়। বিকাশ তার পড়ে যাওয়া দেখতে পেরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্রেক্সে আনার জন্য ভ্যানে তুলে। এ সময় হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় পাশে থাকা দুলাল নামে এক ব্যক্তি তাদের উদ্ধারে এগিয়ে আসলে সেও অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত্যু ঘোষণা করেন। তবে আলিফের মৃত্যু নিয়ে স্থানীয়রা কেউ বলছেন বিদ্যুস্পৃষ্ট খেয়ে আবার কেউ বলছেন সাপের কামড়ে সে মারা যেতে পারে।
হাসপাতালে আনার আগেই আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান বারী। তিরি জানান, বাকী দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলিফের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।
এসআই জামিনুল ইসলাম আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআইএইচ