ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বছরে ৯৯ জনের মৃত্যু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে ১৪৯টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯৯ জনের। গাজীপুর হাইওয়ে পুলিশের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
গাজীপুর হাইওয়ে পুলিশের ওই পরিসংখ্যানে বলা হয়েছে, গত এক বছরে মহাসড়কে ১৪৯ টি দুর্ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক মানুষ। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে ৪৯টি এবং সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ৯৬টি। এ ছাড়া ২০২০ সালে ২১১টি দুর্ঘটনায় এ সড়কে ৩৩১ জনের প্রাণহানি হয়েছিল।
ময়মনসিংহ মহাসড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, যেখানে সেখানে গাড়ি পার্কিং, বাজার, কারখানাসহ সড়ক জুড়ে বালুবাহী ট্রাকের কারণে সড়ক ভাঙছে। দুর্ঘটনা ঘটার এটি একটি বড় কারণ।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ তিন চাকার যান। অনেক সময় এসব যান উল্টো পথে চলাচল করায় দুর্ঘটনা বাড়ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন বলেন, মহাসড়কের অবৈধ গাড়ি চলাচল বেড়েছে। তা ছাড়া সড়কের দুই পাশ দখল করে বালুর ব্যবসা চলছে।
নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) ময়মনসিংহের সভাপতি আবদুল কাদির চৌধুরী মুন্না বলেন, অপ্রাপ্ত ও অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ।
একে/এসএন