খালের পানিতে ডুবে কাউন্সিলরের দুই সন্তানের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে বাসার কাছের খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাউফলে পৌরসভার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো মো. আবদুল্লাহ (৪) ও মো. ফাহিম (৩)। তারা বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল আজিজ সিকদারের ছেলে।
মৃতদের স্বজনরা জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে বাসার সামনে দুই ভাই খেলছিল। এর এক পর্যায়ে সবার অজান্তে পাশের খালে পড়ে পানিতে তলিয়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন রাত সোয়া ১০টার দিকে খালের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক বলেন, ‘আবদুল আজিজের দুটিই সন্তান ছিল। তাদের দুজনের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই।’
এসআইএইচ
