কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে সৈকতের জিরোপয়েন্ট সংলগ্ন ডাক বাংলোর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহটি সৈকতের তীরে ভেসে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ঝড়ের কবলে পড়ে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া কোনো এক জেলের মরদেহ হতে পারে এটি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার বয়স ও পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
এসজি
