বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ঢল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা সদর উপজেলার রাজাপুর ও শিবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার বিকাল তিনটায় রাজাপুরের ক্লোজার বাজার ও বিকাল ৫ টায় শিবপুরে রতনপুর বাজার সংলগ্ম বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও নুরে আলম রহিম হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সভা করেন বিএনপি। দীর্ঘ বছর পর বিএনপি ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করায় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষকদল শ্রমিকদল আলাদা আলাদা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে আগামীদিনে বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অনুযারী সরকারবিরোধী সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করার শপথ নিয়েছে নেতাকর্মীরা। এসময় নিহত আলম রহিমের রক্ত বৃথা যেতে দিবে না হুঁশিয়ারী দিয়েছেন বক্তরা এবং রহিম আলমের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সাবেক কমিশনার বশির আহমেদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাছেল মাহমুদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান মেম্বার, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন হাওলাদারপ্রমুখ।
এএজেড
