সংস্কৃতিকর্মীর আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত গ্রেপ্তার
স্বর্ণপদক জয়ী সংস্কৃতিকর্মী ও সংবাদ পাঠিকা সামসুন্নাহার নিপাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক হলেন, আমিরুল ইসলাম আমির (২৯)। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের মো. আবুল কাশেমের সন্তান তিনি। তবে নরসিংদীতে চাকরি করেন বলে জানা গেছে। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন।
তিনি বলেন, 'এস.আই মেহেদি অভিযান চালিয়ে আমিরুল ইসলামকে (২৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সংস্কৃতিকর্মী সামসুন্নাহার নিপার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় নিপার বোন মোসা. ডালিয়া গত ১৩ আগস্ট থানায় একটি অভিযোগ করেছেন। সেখানে আমিরুল নিপার প্রেমিক ছিলো বলে অভিযোগ করেছেন। আজ শনিবার দুপুর ১ টায় তাকে আদালতে তোলা হয়'।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডের নিজ বাসা থেকে সংস্কৃতিকর্মী সামসুন্নাহার নিপার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জাহান ম্যানশনের মৃত ফজলুল করিমের মেয়ে। মা-বাবাহারা নিপা বোনের সঙ্গে বসবাস করতেন। নগরীর একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে এমবিএ পাস করা ছাত্রী নিপা উদীচী ও বরিশাল নাটকের সদস্য।
এ ছাড়া নিয়মিত আবৃত্তি ও বাংলাদেশ বেতার বরিশালের সংবাদ পাঠিকা ছিলেন। অবৃত্তি ও নাটকে বিভিন্ন জাতীয় পুরস্কারসহ স্বর্ণপদকও পেয়েছেন তিনি। তবে নিপার ফেসবুক আইডিতে দেখা গেছে, সর্বশেষ স্ট্যাটাসে নিপা লিখেছেন 'সব প্রস্থান বিদায় নয়'। এরপরই সকালে তার মরদেহ পাওয়া যায়।
এএজেড