পাথরঘাটায় মাদ্রাসাছাত্রকে বেধড়ক পিটুনি, দুই শিক্ষক বরখাস্ত

১১ বছরের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বরগুনার দুই শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে মাদ্রাসা পরিচালনা কমিটি এবং অভিযুক্ত ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে পাথরঘাটা উপজেলার মাছের খাল এলাকার কোরবানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিল্লাত হোসেন ও আল আমিন উভয়ই ওই মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষক। আর আহত শিক্ষার্থী জালিশ আহমেদও একই মাদ্রাসার হাফেজি বিভাগের নিয়মিত ছাত্র।
ঘটনার বিবরণে মাদ্রাসাছাত্র জালিশ আহমেদ বলেন, সে বাড়িতে আসতে চেয়েছিল। কিন্তু তাকে আসতে না দিয়ে সকালে দুই দফায় শিক্ষক মিল্লাত হোসেন ও আল আমিন বেত দিয়ে বেধড়ক পিটায়।
আহত ছাত্রের বাবা জাকির হোসেন বলেন, ছেলের এমন অবস্থা দেখে আমরা হাসপাতালে নিয়ে যাই। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসি।
এদিকে অভিযুক্ত শিক্ষকরা বলেন, ওই ছাত্র মাদ্রাসা পালাচ্ছিল। তাই তাকে শাসন করার চেষ্টা করেছি। যদিও বিষয়টি বাড়াবাড়ি হয়ে গেছে। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমাদের বিচার করা হয়েছে। যা আমাদের ভবিষ্যতের জন্য চরম শিক্ষা হয়েছে। এমন কাজ আর হবে না।
এ ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসেন বলেন, ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসা পরিচালনা কমিটির জরুরি বৈঠকে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এসআইএইচ
