হাত পায়ের রগ কাটা নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী থেকে হাত ও পায়ের রগ কাটা এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ব্রাহ্মপল্লীর লালু মিয়ার গলি এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে মৃতের নাম জানা গেছে সালমা আক্তার (২২)। তিনি ধোবাউড়া উপজেলার সানাউল্লাহর মেয়ে। তিনি স্বামী রাজিব মিয়ার সঙ্গে লালু মিয়ার গলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, এলাকাবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়া শেষে তারা ঘরর দরজা বন্ধ করে দেন। এরপর প্রতিবেশীরা ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং সালমার হাত-পায়ের রগ কাটা মৃতদেহ সিলিং ফ্যানে ঝুলতে দেখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।
একে/এএন
