বাণিজ্যিক জাহাজে ডাকাতি করতে গিয়ে আটক ৪৩
গভীর সমুদ্রে একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতি করতে যাওয়া ৪৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় এএইচজেড শিপিংয়ের একজন প্রতিনিধি কোস্ট গার্ড পূর্ব জোনকে জানান, কক্সবাজার লাইট হাউজ থেকে ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এম ভি লাদিনদা নামের একটি স্ক্র্যাপ জাহাজে একদল ডাকাত ডাকাতি করছে। খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোন সমুদ্রে টহলরত বিসিজিএস মনসুর আলী জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হলে ওই স্ক্র্যাপ জাহাজ থেকে ডাকাতিরত অবস্থায় ২টি বোটসহ ৪৩ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় আটক ডাকতদের হেফাজত থেকে বেশ কিছু সংখ্যক বার্থিং হাউজার, স্টিল ওয়াররোপসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল এবং আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
এনএইচ/এসআইএইচ/