বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

নাড়ির টানে বাড়ির পথে বাড়ছে আগমনী ভিড়

উৎসবের দিনটি যত এগিয়ে আসছে, ভিড় তত বাড়ছে ভোলার তথা দক্ষিণের জেলা গুলোর প্রবেশ দ্বার ইলিশা নৌ বন্দরসহ জেলার প্রতিটি ঘাট এবং গাড়ি ষ্ট্যান্ডে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ভোলায় নাড়ির টানে বাড়ির পথে পা বাড়িয়েছে ঢাকা-চট্রগ্রামে কর্ম করা শ্রমজীবী ভোলার মানুষ।

রাজধানী ঢাকা ছেড়ে ভোলায় আসতে নৌ রুটেই দেখা গেছে শ্রমজীবী মানুষের উপচে পড়া ভিড়। তবে আজ ভোলার উদ্দেশ্যে ঢাকার সদর ঘাট নৌ বন্দর থেকে ছেড়ে আসা নৌযানগুলো দোয়েল পাখী -১ সকাল ৭ টায়, দোয়েল পাখী -১০ সাড়ে ৭টায়, এম ভি ক্রিস্টাল ক্রুজ, সকাল পৌনে ৮টায়, একই সময়ে কর্নফুলী -৪, এবং কর্নফুলি -১৪ সকাল ৯:২০, গ্রীন লাইন -২ সকাল ৯টায় ঢাকার সদর ঘাটের নৌ বন্দর ত্যাগ করে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে।

চট্টগ্রামের যাত্রী সাধারণ লক্ষীপুরের মজু চৌধুরী হাট থেকে নৌযান এস টি শহিদ সুকান্ত বাবু, পারিজাত এমভি রাজ হংশ -১০ ও এসটি খিজির -৮, এসটি খিজির -৫ চলাচল করছে। ঈদ উপলক্ষে এসব নৌযান ঈদে ঘর মুখো মানুষের যাতায়াতের সুবিধারর্থে যাত্রী হলেই মজু চৌধুরী হাট ঘাট ত্যাগ করেন ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে। পর্যায় ক্রমে প্রতিটি লঞ্চ যথাক্রমে দুপুর ১২টা থেকে শুরু করে দুপুর ২টার মধ্যে বাড়ি আসা মানুষদের দ্রুতার সঙ্গে বাড়ি পৌছাতে পাল্লাদিয়েই চলতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার সন্দা থেকে ভোলা- লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে প্রায় দেড় কিলোমিটারের মত জায়গা জুড়ে বাস এবং মাইক্রোবাস ঘরমুখো যাত্রী বহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ভোলার ভিবিন্ন রুটে যানযট নিরসনে জেলা পুলিশ, নৌ পুলিশ ও বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ যোনের সদস্যদের কন্ট্রোল সেল তৎপর রয়েছে। তবে ইলিশা ফেরিঘাটে আজ আগের তুলনায় কম ভোগান্তিতে মেঘনা পাড়ি দিয়ে ভোলায় আসতে পারছেন যাত্রীরা।

এদিকে আজ থেকে ভোলা-চরফেশন রুটের যাত্রীবাহী বাসেরও চাপ রয়েছে বেশ। ইলিশা ঘাটে বেড়েছে বাস প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরবাইকের সংখ্যা। ভোলার নিকটতম উপজেলার যাত্রী সাধারণত ইজিবাইক ও মাহেন্দ্র দিয়ে দ্রুত যাতায়াত করতে পারে বলে ইজিবাইক ও মাহেন্দ্রের সংখ্যা বাড়ছে এখানে। অন্য যেকোনো দিনের তুলনায় আজ ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এক প্রকার ভোগান্তি ছাড়াই নদী পাড় হতে দেখা গেছে যানবাহন ও অন্যান্য যাত্রীদের।

বিআইডব্লিউটিসি ভোলা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক পারভেজ খাঁন ঢাকা প্রকাশকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য ইলিশা মজু চৌধুরী হাট নৌ রুটের সব কটি ফেরি চলাচল কর‌ছে। এপার ওপার সকল ঘাট সচল থাকায় যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা আরও জানান, মজু চৌধুরী হাট ঘাট থেকে আসা যাত্রীবাহী যানবাহনের চাপ এখনও কম থাকায় বাসের পাশাপাশি অপেক্ষমান মালবাহী ট্রাকও পারাপার করা হচ্ছে।

ভোলা অভ্যন্তরীন নৌ কর্তৃপক্ষের উপ পরিচালক মোঃশহিদুল ইসলাম বলেন আমাদের একটি টিম সর্বদা ইলিশা ঘাটে কর্তব্যরত রয়েছেন। তারা ঈদে ঘর মুখো মানুষের সেবায় নিয়োজিত। সকালে যে সকল লঞ্চ সদরঘাট ত্যাগ করেছেন ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেছেন ইতিমধ্যে সকল লঞ্চই ভোলা,ইলিশা,দৌলতখান, হাকিমুদ্দিন পৌছেগেছেন। কোন লঞ্চেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও জানান এই কর্মকর্তা।
এএজেড

Header Ad
Header Ad

ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পর আবারও বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। এই উপলক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অবস্থান করবেন আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শীর্ষক এই গুরুত্বপূর্ণ বৈঠক।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে থাকবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে এই ফোরামে। বিশেষ করে বাণিজ্য, অভিবাসন, সংস্কৃতি, আঞ্চলিক সহযোগিতা ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

বৈঠক শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর সঙ্গে।

এদিকে, কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে—চলতি এপ্রিলের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। ২০১২ সালের পর এবারই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

Header Ad
Header Ad

মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "মৌলিক সংস্কার ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। আর সেই ধরনের নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না-সেটি এখনো বিবেচনাধীন।"

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীতে মার্কিন কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান তিনি। নাহিদ ইসলাম জানান, বৈঠকে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনপূর্ব সংস্কারের প্রয়োজনীয়তা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং এনসিপি'র গঠনমূলক রাজনীতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তিনি বলেন, “আমরা মার্কিন কূটনীতিকদের জানিয়েছি, বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিভিন্ন এলাকায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে, প্রশাসন এসব বিষয়ে নিশ্চুপ ভূমিকা পালন করছে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের দলের তিনটি মূল দাবি রয়েছে—বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। আমরা সুস্পষ্টভাবে জানিয়েছি, নূন্যতম নয়, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের লক্ষ্যে মৌলিক সংস্কারই আমাদের লক্ষ্য। কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়া নির্বাচনের পথে এগোলে সেটি দেশের জন্য বিপজ্জনক হবে এবং সেই নির্বাচন জাতীয় নাগরিক পার্টির জন্য গ্রহণযোগ্য নয়।”

বৈঠকে মার্কিন কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, নির্বাচন-সংক্রান্ত সংস্কার এবং দলীয় আদর্শ-গঠন প্রক্রিয়া সম্পর্কেও এনসিপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন বলে জানান তিনি।

 

Header Ad
Header Ad

বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর শেয়ার করা তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ছবিগুলোতে দেখা যায়—তিনি একটি বিড়ালকে মোবাইলে কিছু দেখাচ্ছেন, আর সেই বিড়ালটি মনোযোগ দিয়ে তা পর্যবেক্ষণ করছে। এক ঝলকে এই দৃশ্য যেন একজন রাজনীতিকের মানবিক ও প্রাণীবান্ধব দিককে তুলে ধরেছে।

তারেক রহমান নিজেই ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। পরে তা বিএনপির মিডিয়া সেল-এর অফিশিয়াল পেজেও পোস্ট করা হয়, যার ক্যাপশন ছিল—‘লিডার’। এই এক শব্দেই যেন ফুটে উঠেছে ছবির মর্মার্থ।

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোড়ন। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন তাকে। কেউ লিখেছেন—‘প্রিয় লিডার’, কেউবা মন্তব্য করেছেন—‘আগামীর প্রাণিবান্ধব বাংলাদেশ!’। অনেকেই ছবি গুলো লাভ ইমোজি দিয়ে শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেছেন।

কমেন্ট সেকশন ছিল রীতিমতো ভালোবাসার প্লাবনে ভাসমান। ‘আমাদের নেতা, আমাদের অহংকার’, ‘মাশাআল্লাহ, প্রিয় অভিভাবক’, ‘আপনার জন্য দোয়া করি’—এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে ফেসবুক।

রাজনীতির বাইরেও একজন প্রাণিপ্রেমী ও কোমল হৃদয়ের মানুষ হিসেবে তারেক রহমানের এই ভিন্নমাত্রার রূপ দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। বিশ্লেষকদের মতে, এমন ছবি একজন নেতার মানবিক দিককে জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি, তার সঙ্গে জনমানুষের একটি আবেগঘন সংযোগ গড়ে তোলে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম
বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ
চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড
শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ