সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আমার সীমান্ত

কথায় আছে না যে মেয়েটা প্রেমকে ভয় পায় তার জীবনে প্রেম আসে। একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া প্রেম, নিঃশেষ করে দেওয়া প্রেম। হুম, আমার মতো হাবাগোবা, ঘরকুনো মেয়েটাও প্রেমে পড়েছিল। ভীষণ ভীষণ প্রেমে পড়েছিল।

সালটা ২০১২। আমি সবেমাত্র অনার্স ১ম বর্ষে উঠেছি। সব সময়ই আমি একটু চুপচাপ স্বভাবের। একটু একা থাকা, একটু কম কথা বলা আমার বরাবরই পছন্দ। তা ছাড়া, আমার বাবা পুরান ঢাকার ধর্মপ্রাণ মানুষ। আমরা দুইবোন সর্বদাই ধরাবাঁধা নিয়মে বড় হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা শুরু হলো। নতুন পরিবেশ, নতুন সবকিছু। আমার মতো ঘরকুনো মেয়েটা মানিয়ে নিতে পারছিলাম না এই চাকচিক্যময় পরিবেশের সঙ্গে। একটা বান্ধবী হলো। মোহনা নামে। সেই সঙ্গে পেলাম একটা বন্ধু মহল। চলছে সময়। ক্লাস, বন্ধুমহল, নতুন পরিবেশ নিয়ে বেশ আছি আমি। কে জানতো আমার মতো মেয়েটাকে প্রেম সায়রে ভাসাতে একজন আসতে যাচ্ছে!

সময়টা ফেব্রুয়ারি। বসন্ত উৎসব চারপাশে। মোহনার জোরাজোরি তে চিরপরিচিত থ্রিপিস ছেড়ে শাড়ি পরলাম আমি। হলে রুমমেট এক বড় আপুকে বিশ টাকা দিয়ে লাল-হলদে শাড়ি পরে নিলাম। মোহনা পাশেই ছিল। সাজগোছ আমার তেমন পছন্দ নয়। মোহনা আমার কোমড় সমান চুলগুলো ছেড়ে দিলো। আমি চোখ পাকাতে বলল, ‘জান্নাত, তোকে আজ রানি লাগছেরে। আমি ছেলে হলে নির্ঘাত তোকে নিয়ে পালাতাম।’

লজ্জা পেলাম আমি। আমার ফর্সা গাল লাল হয়ে গেল। মেয়েটা এত দুষ্ট! আপুও মুচকি হেসে সায় দিলেন ওকে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বড় করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি জীবনে কখনো শাড়ি পরিনি। এইবারই প্রথম। তাই শাড়ি ধরে আস্তে আস্তে হাঁটছিলাম। মোহনা দৌড়ে আমাকে ফেলে রেখেই চলে গেল। নিচে কুঁচি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই কারও সঙ্গে ধাক্কা খেলাম। ‘ক্ষমা করবেন।’

বলে উপরে তাকাতেই দেখি একটা বাসন্তী রঙা পাঞ্জাবি পরা ছেলে। চোখদুটো কী যে মায়াবী! চুলগুলো একটু বড়, অগোছালো। আমার মনে হলো চুলগুলো বুঝি এমন অগোছালোই সুন্দর। গোছালো হলে বেমানান লাগতো তাকে। আমার দিকে কেমন ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে। আমি কপাল কুঁচকে তাকালাম। কী গভীর তার দৃষ্টি! অদ্ভুত বিপদে পড়লাম তো! একটু কাশির আওয়াজ করলাম আমি। স্টেজে রবীন্দ্রসংগীত গেয়ে যাচ্ছেন শিল্পীরা।

‘আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার- তোমার রাগে অনুরাগী...

ছেলেটার ধ্যান ভাঙল বোধহয়। নির্লিপ্ত কন্ঠে জিজ্ঞেস করল,
‘কোন ইয়ার?’

এমন প্রশ্নে কিছুটা থতমত খেলাম আমি। আমতা আমতা করে বললাম,
‘ফার্স্ট।’ ‘ডিপার্টমেন্ট?’
‘ইংলিশ।’
‘বাবা-মা বড়দের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় শিখায়নি?’
‘মানে?’
‘আবার মানে মানে করছো! সালাম দাও। আমি তোমার চারবছরের সিনিয়র।’

অসহায় কন্ঠে বললাম, ‘আসসালামু আলাইকুম, ভাইয়া।’
‘ওয়ালাইকুম আসসালাম।’

তখন কে যেন পিছন থেকে ছেলেটাকে ডাক দিল।
‘এই সীমান্ত। কি করিস?’

সীমান্ত যেই পিছু ফিরলেন। আমি দৌড়ে পালিয়ে এলাম। শাড়ির কুঁচির দিকে নজর নেই আমার একেবারে হলে। শুরুটা বোধহয় এখানেই।

চলছে সময়। এর মাঝে দুয়েকবার সীমন্তর সঙ্গে দেখা হয়েছে আমার। আমি পালিয়ে পালিয়ে থাকি। তাকে দেখলে সেই সীমানায় আমি যাই না। কিন্তু একটা জিনিস টের পাচ্ছি। আমার কিছু একটা পরিবর্তন হচ্ছে। রাতে ঘুম আসেনা, সীমান্তকে দেখলেই বুক ধুকপুক করে। এই অনুভূতি একেবারেই নতুন আমার জন্য। এটা কী ভয় নাকি অন্যকিছু!

‘ভাবি, আফনার গোলাফ ফুল নেন।’

টিএসসিতে বসে বন্ধু মহলে আড্ডা দিচ্ছিলাম। প্রতিদিনের মতো আজ আবারও একটা বাচ্চা মেয়ে একটা গোলাপ ফুল এগিয়ে দিল আমায়। আমি কিছু জিজ্ঞেস করবো তার আগেই দৌড়। মাহিন টিটকারির সুরে বলল,
‘কি ব্যাপার বলো তো জান্নাত। প্রতিদিন একটা করে গোলাপকে দেয় তোমায়! আছে নাকি কোনো প্রেমিক।’

আমি কিছুই বলতে পারলাম না। আর প্রেমিক!

জ্বরের কারণে ক্লাসে দুইদিন যাবত যেতে পারিনি। আজ এলাম। ক্লাস শুরু হতে সময় বাকি এক ঘণ্টা। বন্ধুমহলে আড্ডা দিতে যাওয়ার জন্য পা বাড়াতেই কেউ একজন খপ করে আমার হাত টেনে ধরলো। চমকে উঠলাম আমি। পিছু ফিরে দেখলাম সীমান্ত।
‘আসসালামু আলাইকুম, ভাইয়া।’

আমার সালামের জবাব দিলেন না তিনি। এক ধ্যানে তাকিয়ে রইলেন কেবল।
‘আসো নাই কেন দুইদিন?’
‘জ্বর ছিলো।’

উনি উনার ডান হাতটা আমার কপালে ছুঁয়ালেন চিন্তিত ভঙ্গিতে। বিরবির করে বললেন, ‘জ্বর এখনো হালকা আছে।’

‘ওষুধ খেয়েছো।’
‘হুম।’
‘চলো।’
‘কোথায়?’
‘সিনিয়রদের প্রশ্ন করতে নেই।’

কী ছিল তার কন্ঠে! সেদিন সারাদিন ঘুরলাম আমরা। ফুচকা খেলাম, হাওয়াই মিঠাই খেলাম। শেষে আমার হাতে একমুঠো সাদা রঙা চুড়ি পরিয়ে দিলেন সীমান্ত। কানেকানে ফিসফিসিয়ে বললেন, ‘সীমান্তের জেলখানায় বন্দী হলে ম্যাডাম। মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না।’

অতঃপর হলের সামনে আমাকে নামিয়ে দিল সে। চলে আসবো তখনো দাঁড়িয়ে। আমি পিছু ফিরলাম। সে এক ধ্যানে তাকিয়ে আছে। কি হলো আমার! যাকে এত ভয় পেতাম তার সঙ্গে সারাদিন ঘুরলাম! তার মনের জেলখানায় বন্দী হয়ে গেলাম আমি! মনের টান নাকি জানি না। পিছু ফিরে দৌড়ে গিয়ে দাঁড়ালাম তার সামনে। সামান্য হাসি ফুটল তার মুখে।
‘কী চাই?’
‘জানি না।’

বলেই পিছু ফিরে দৌড়ে চলে এলাম আমি। আমাদের ভালোবাসার যাত্রা শুরু হলো অবশেষে। একসঙ্গে সময় কাটানো, ঘুরাঘুরি। বেশ কাটছে আমাদের দিন। সীমান্ত বন্ধু প্রিয় মানুষ। তার বন্ধু সবাই আমাকে ভাবি ভাবি ডাকে। সিনিয়রদের মুখে এমন ডাক শুনে কী যে লজ্জা লাগে আমার!

পেরিয়ে গেলো সময়। সীমান্তর মাস্টার্সে ফাইনাল পরীক্ষা দেওয়া শেষ। সীমান্তর বাবা ব্যাংকার। মা নেই। বাড়িতে ছোট একটা বোন। ব্যাংকে জবের জন্য ট্রাই করছে। কিছুদিনের ভেতরই হয়ে যাবে হয়তো। হঠাৎই বাড়ি থেকে ফোন এলো আমার। বাবা অসুস্থ। জরুরি যেতে বলেছেন আমায়। আমি হন্তদন্ত হয়ে বাড়িতে গেলাম। বাবার অবস্থা খারাপ। হসপিটাল, দৌড়াদৌড়ি। সব মিলিয়ে কেটে গেল এক মাস। সীমান্ত এই এক মাসে আমাকে ঠিকমতো দুবারও কল দেয়নি আমায়। আমি দিলেও ফোন বন্ধ। মনটা কু ডাকছে, ছটফট করছে বারেবারে। বাবা কিছুটা সুস্থ হয়েছেন। বিয়ে দিতে চান আমায়। আমি কিছু বলতেও পারছি না। হলে ফিরে এলাম আমি। সীমান্তর মোবাইল বন্ধ। তার বাড়ি আমি চিনি না। এদিকে বাবা বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছেন। একদিন সীমান্ত টিএসসির মোড়ে ডাকল আমায়। কেমন শুকিয়ে গেছে সে। চোখের নিচে কালো দাগ।
‘আমি এই সম্পর্কটা থেকে বের হয়ে যেতে চাইছি।’

সীমান্তর এই বাক্যটা শুনে পৃথিবী থমকে গিয়েছে আমার। আমি চিৎকার করলাম, কাঁদলাম। সীমান্ত কোনো কথা না বলেই নিষ্ঠুরের মতো চলে গেলো। বাসায় বিয়ে ঠিক করা হয়েছে আমার। সিয়াম নামে এক ছেলের সাথে। সে পেশায় একজন ডক্টর। সবদিক দিয়েই সুপুরুষ। কিন্তু আমার মন যে একজনেই মত্ত!

বিয়ের আগের রাতে আমার শত কান্না, আর্তনাদ শুনে সীমান্ত এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমার কোনো কথা সে শুনেনি। আমি বারবার জানতে চেয়েছি তার কি হয়েছে। সে বলেনি। একটাই কথা তার বাবা নিজের বন্ধুকে ওয়াদা করেছে। ওয়াদা রক্ষার্থে সেখানেই বিয়ে করতে হবে তার। শেষ বারে কপালে একখানা চুমু খেয়ে বলেছে আমায়,
‘ভালো থেকো জান্নাত।’

জেদের বসেই বিয়েটা করে ফেললাম আমি। পেরিয়ে গেলো দশদিন। সবাই ভালো। সিয়ামও। কিন্তু আমার মন যে একজনেতেই। একটা ফোন পেয়ে ছুটে গেলাম এয়ারপোর্ট। সীমান্তর বন্ধু মুবিন ভাইয়া কল করেছিল। আমি যেতে যেতেই যাত্রীরা সবাই প্লেনে উঠে গেছে।
‘তুমি দেরি করে ফেলেছো জান্নাত। সীমান্ত চলে গেছে।’

আমি কান্না মাখা গলায় জিজ্ঞেস করলাম,
‘ওর কি হয়েছে ভাইয়া?’
‘ক্যান্সার। লাস্ট স্টেজ। হয়তো আর বাঁচবে না। তবুও আংকেল জোর করে আমেরিকা নিয়ে গেছেন।’

স্তব্ধ হয়ে গেলাম আমি। চিৎকার, কান্নাকাটি! কেউ থামাতে পারল না। এক সময় নিজেই শান্ত হয়ে গেলাম। যখন বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে তখন মাথার উপর দিয়ে চলে গেলো প্লেনটা। তাতে আমার সীমান্ত আছে। কিন্তু হাত বাড়ালে আর ছুঁতে পারব না তাকে! আমার সীমান্ত আমার থেকে দূরে চলে গেছে। অনেক অনেক দূরে।

 

Header Ad
Header Ad

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।" তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

 

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি