বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পাওয়ার আকাঙ্ক্ষা

প্রকৃতি দেখেছ কখনো গভীরভাবে আজ দেখো কী অপরূপ কী তার মায়া, বিলাসীতা। প্রকৃতির এই জমকালো আয়োজনে নিজেকে খুঁজে পাই। প্রকৃতির সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে আমাদের মাঝে। এখান থেকে শিখতে পারা যায়, প্রেমের কবিতা লিখা যায়। তোমাকে সাজিয়েছি গুছিয়েছি ঠিক অপরূপ প্রকৃতির মত।ঠিক সেখান থেকে শিখেছি ভালোবাসা,ভালোবাসার মানে।

যত্ন করে ভালোবেসেছি অযত্নে ফেলে রাখিনি তোমাকে। বিন্দু বিন্দু ভালবাসা দিয়ে গড়ে তুলেছি ভালোবাসার সাগর। সেই সাগরে ডুব দিয়ে দেখোই না শীতল করে দেব। চাতক পাখি যেমন বৃষ্টির এক ফোঁটা পানির অপেক্ষা করে ওরকম আমার ভালোবাসার অপেক্ষা। চাঁদের জোসনা ছড়িয়ে তোমার জীবনে প্রবেশ করতে চাই। সেই অধিকারটুকু আমায় দেবে না?

আজ তোমাকে কেন জানি না এত অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে বড্ড একা আমি। জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি,গল্পে কবিতায় শুধু তোমারি স্থান। প্রেম ভালোবাসা মায়া, মুগ্ধতা সবই তোমাকে সপেছি। আকাশ কুসুম ভাবছি না, ভাবছি তোমাকে নিয়ে। তুমি আসবে বলে ফুল ফুটেছে ডালে ডালে। ভালোবাসা উপলব্ধি করার বিষয় সেই উপলব্ধি করাটা শিখে নিও। ভালোবাসার পৃথিবীতে তুমি শুধু একজনই। অধীর আগ্রহেে তোমার সাড়ায়, ইশারা দিয়ে বলবে কখন? মম ,ভালোবাসা তুমি। খুব করে কাছে কাছে পেতে মন চাচ্ছে সে কি মোর অপরাধ বলে যাও তুমি। ভাসবে না ভাল কি প্রকৃতির ওই অপরূপ জমকালো ভালোবাসার মতো?

কিচিরমিচির পাখির শব্দ শোনে মনে বড় সাধ জাগে কানে কানে ফিসফিস করে তুমি বলবে কাজলটা কী পড়েছ আর মুগ্ধ হয়ে চেয়ে দেখবে এটা আমার মনের ভাবনা। ভালোবাসার চাদরে জড়িয়ে রাখার ক্ষমতা আমার আছে। মেঘে ডাকা চাঁদ আমি আমার এ বিষাদগ্রস্ত জীবনে তুমি এক ফালি চাঁদের আলো। ভালোবাসার অপরূপ শক্তিকে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করেছি তোমায়, সেটা তো ভেঙে ফেলার নয়। জানো প্রিয়, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। প্রচণ্ডভাবে ভালোবাসাটা আমি তোমাকে প্রকাশ করতে চাইনি। ভালোবাসা হয় হৃদয় ও হৃদয়ের স্পন্দন থেকে যেটা শুধু আমার মনই জানে।

তোমার চোখে তাকাতে গিয়ে কতবার যে চোখ সরিয়ে নিয়েছি সে যেন এক অদ্ভুত অনুভূতি। সেই চোখের প্রশংসা করেছি আমি আড়ালে, পৃথিবীর সমস্ত সুখ তোমার চোখে আমি দেখেছি। তুমি জানো প্রিয় তোমার কফি বানানোর দায়িত্ব নিতে চেয়েছি। তুমি যখন কফিতে আলতো করে চুমুক দেবে তখন আমি ভয়ে ভয়ে, কিন্তু হঠাৎ তুমি বলে ফেলবে চমৎকার। আমার সিংহাসনের প্রয়োজন ছিল না শুধু তোমার ভালোবাসা। দূর থেকে আমি ভালোবাসা চাই না, কাছে এসে হাত বুলিয়ে দেওয়ার ভালোবাসাটা চেয়েছি। আমার এই স্বপ্নগুলো কি তোমার কাছে সস্তা মনে হয়? সবাই নীল শাড়ি পরতে পছন্দ করে কিন্তু আমি গোলাপী রঙের শাড়ি পড়ে তোমার সঙ্গে রাস্তায় হাটতে বের হব তুমি বলবে কপালে টিপটা পড়ে নাও।

আমি তোমার কাছ থেকে খুব বেশি প্রশংসা চাইনি শুধু হাসি মুখে মিষ্টি করে বলবে পাগলি মেয়ে। তোমাকে সারাজীবন খোঁপায় দেওয়া লাল টুকটুকে গোলাপের মতে বেঁধে রাখতে চেয়েছি। যখন আমি বুঝতে পেরেছি তুমি দূরে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছ নির্জনতা, নীরবতা, বিষন্নতা, একাকীত্ব আমাকে জড়িয়ে ধরেছে। বুকের বা পাশটা কেঁপে উঠেছে এই চলে গেলে আমার কাছ থেকে। চাঁদের দিকে যখন তাকাই তখন চুপচাপ বসে থাকি, আর ভাবি তুমি কি আমার জীবনে চাঁদের আলোর মতো আসতে পারো না কি।

আমি কেন একা? কেন নিশ্চুপ? কেন ভাবনাতে প্রাণ নেই আমার? স্থির হয়ে ভাবি তখন আমার মনের আঙ্গিনায় অন্ধকার নেমেছে, আর যদি ভালোবাসার ছোঁয়া আমি পেয়ে যাই মনের আনন্দে বসন্তের কোকিল সুরে গান গাওয়ার চেষ্টা করি প্রেমের কবিতা লিখি, কৃষ্ণচূড়া ফুলের মতো নিজেকে ভাবতে শুরু করি। প্রিয়, ভালোবাসা আকড়ে ধরে রাখা নয়।

ভালোবাসাকে কখনো বেঁধে রাখা যায় না। কথায় আছে যে থাকার সে থাকবে আর যে থাকার নয় সে এক যুগ পরেও চলে যাবে। প্রিয়, আমি সেই আশায় আছি তুমি আমাকে বলবে সমুদ্রের বিশালতার মতো আমি তোমাকে ভালোবাসি।

লেখক: তাহমিনা আক্তার, অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী, এিশাল, ময়মনসিংহ 

 

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪