শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মরা মাছের মতো ঘোলা চোখে চেয়ে দেখা জীবন

আধুনিক তথাকথিত প্রেমিক/প্রেমিকাদের দেখে আমারও প্রেম জাগলো। আজ তার ৮ম মৃত্যুবার্ষিকী, মানে আমার ১০ বছরের প্রেমিকা, ১১ বছরের সহধর্মিণী, মানে মোট ২১ বছরের সাহচর্য। তাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই বলে ফেলছিলাম ভালোবাসার কথা। তারপর ওই যে একুশ বছরের লুকোচুরি লুকোচুরি গল্প। হাজার কথা, হাজার কবিতা, হাজার হাসি-কান্না সব মিথ্যা করে তিনি পাখি হয়ে উড়াল দিলেন।

সে সময় মোবাইল ছিল না, রাত জেগে ভিডিও কলে কথা বলে পরে ভাইরাল হবার ভয় ছিল না। ডেইলি সকাল ১০টায় পোস্ট অফিসের সামনে দেখা করে ইচ্ছেমত জায়গা বেছে মনের ফানুস উড়াতাম, দিনের আলোয় জোনাক খুঁজতাম, সাঁঝের মায়ার আগেই ঝিঁ ঝিঁর ডাক শুনতাম। প্রতিদিন দেখা হতো তবু আমরা চিঠি আদান-প্রদান করতাম। কত রকমের চিঠি, গোটা প্যাড ভরে চিঠি, লাল, নীল, সবুজ, হলদু আর শুকনা গোলাপ পাঁপড়ি পাতার ভাঁজে ভরা চিঠি। হাজার দেড়েক লাল-নীল চিঠি আজও আমার ট্রাংকে, তবু আমার কথা ফুরায়নি, তোমার ফুরিয়েছে। তুমি মিথ্যাবাদী, তাই উড়াল দিয়েছ ওই আকাশে। আমার বলার ছিল, আছে, থাকবে... । তোমার তুলনা তুমিই। এখনো আমার হৃদয়ে আছ— যেভাবে আগেও ছিলে।

আমার জীবনে আর যেই আসুক তোমার যায়গা তোমারই। তুমি চলে গেছ তবু ওই কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে শান্ত চোখে বলি, লাভ ইউ ‘হিম’। তোমার নামের সাথে কাজের কত মিল, কত চুপচাপ শান্ত, ধীর স্থির ছিলে তুমি, আমার ঠিক উল্টো টা। আমরা যখন ঘুরে বেড়াতাম তখন আমি খুব চাইতাম তুমি চোখে কাজল দাও, কাজল কালো ডাগর চোখে আমার দিকে তাকাও। আমি চাইতাম তোমার পায়ের আলতা হই, তাতেও তোমার আপত্তি। কোনো কসমেটিকস তোমাকে ছুঁয়ে দেখেনি কখনো। তখনো তুমি নাক ফুঁড়োওনি, তবু আমি খুব শখ করে নাকফুল অর্ডার দিয়ে বানালাম। তুমি কত কষ্ট করে নাক ফোঁড়ালে আমার জন্য। তোমার নাক ফোঁড়ানোর কষ্টে আমার চোখে জল। কি ন্যাকা ন্যাকা প্রেম ছিল আমাদের তাই না।

তোমার পুরনো চিঠিগুলো আমি এখনো মাঝে মাঝে পড়ি…। কি মিথ্যাবাদী তুমি, কত কথা, কত স্বপ্ন দেখিয়ে ওই আকাশে ঠাঁই নিলে তুমি। দশ বছর ধরে চলা প্রেম আমাদের স্বামী-স্ত্রীতে সংসারে রুপ নিল। বিয়ের ৪ বছরের মাথায় তোমার কোল আলো করে আমাদের ছেলে সন্তান এল। বছরে বছরে জমতে থাকা আমাদের স্বপ্নগুলো রঙিন পাখায় ভর করতে লাগল, ডানা মেলল এতদিনের সব রং-রুপ, যার জাল বুনেছিলাম আমরা তিলে তিলে এতদিন ধরে।

সবই তো ভালো চলছিল আমাদের। হঠাৎ আমার চাকরির পোস্টিং হলো সুদূর আফ্রিকার নাইজেরিয়া। তুমি সরাসরি বললে যেও না অতদূরে, আমার যশ সম্পত্তির দরকার নেই, ডাল ভাতেই চলবে। তুমি অতদূর গেলে আমরা হারাব, হারিয়ে যাব, সে কি কান্না তোমার। তবু আমি চলে গেলাম কালো সোনার দূর দেশে...। সেখান থেকে আবার দুবাই। দুবাই থেকেই খবর পেলাম রাতে তোমার জ্বর আসে, গরমেও ঠান্ডা লাগে। আমি সব ছেড়ে দেশে ফিরলাম, তোমার মেডিক্যাল চেকআপ হলো। ব্লাড ক্যান্সার ধরা পড়ল তোমার। সমস্ত আকাশ তখন আমার মাথায়। তখনো বুঝিনি কোন অভিমানে তুমি আকাশে তোমার ঠিকানা লিখে ফেলেছ। তখনো বুঝিনি আমি একটু দূরে যাওয়াতে এত অভিমান জমেছিল তোমার— যে তুমি অনেক দূরে চলে যাবে। এত অভিমান কেমনে করলে হিম। তোমার জন্য মেডিক্যাল বোর্ড বসালাম দেশে। দেশের বাইরে নিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি। আমার অবর্তমানে তোমার শরীরে মালা বেঁধেছে ব্লাড ক্যান্সার, তার গভীরতা চূড়ান্ত। তবু আমি বিশ্বাসই করলাম না— তুমি চলে যাবে। আমি বললাম তোমার কিছু হবে না, তুমি ফিরবে। তুমি বললে না, তুমি ফিরবে না, তুমিও দূরে যাবে আমাকে ফেলে, সে জন্য এত দূরে হিম…।

যে চোখে তুমি দূর্বা ঘাসে শিশির খুঁজতে, যে তুমি সাদা আকাশে রংধনু খুঁজতে, তোমার সে স্বপ্নময় রঙিন চোখ পাথর হয়ে থমকে গেল। কেমোথেরাপির রাসায়নিক বিকিরণের কষ্ট, রাতভর মেডিক্যালের বিছানায় তোমার চিৎকার, মৃত্যু যন্ত্রনা আমার কানে বাজে। আমাদের অবুঝ বাচ্চাটা তোমার সে কান্না, তোমার আমার সে কষ্ট তখনো সে বুঝে না, তবু ফ্যাল ফ্যাল করে আমাদের চেয়ে চেয়ে দেখে। রাগে, কষ্টে, দুঃখে আল্লাহর উপর অনেক রাগ হতো আমার। নামাজ রোজা সবই করতে তুমি, এবাদত বন্দেগির কোনো কমতি তোমার ছিল না, কি সুন্দর কোরআন তেলাওয়াত করতে, কি সুন্দর করে হাদিস পড়ে শোনাতে আমাকে, তবু আল্লাহ তোমাকে কেন এত কষ্ট দিল।

মৃত্যুর তিন চারদিন আগে তুমি কাউকে চিনতে না। কাউকে বুঝতে না, আমি তখন আর ঘরে থাকি না, কিছুই সহ্য হয়না আমার। আমি বাইরে বাইরে পালিয়ে বেড়াই। হঠাৎ হঠাৎ তোমার কাছে গেলে তুমি বেঘোরে আমার হাত, জামা খামচে ধরতে— যেন তুমি বা আমি না পালাতে পারি...। তখনো আমার মনে স্বপ্ন আল্লাহ তোমাকে অবশ্যই ফেরাবেন। মনে মনে বলি, দরকার হলে আমাকে নিয়ে তোমাকে ফেরাক, আমার বাচ্চার মাকে ফেরাক, আমার ভালবাসাকে ফেরাক...।

সব ফেলে সত্যি তুমি উড়াল দিলে ওই আকাশে। ভালো থেকো আকাশের সবটুকু নীল গায়ে মেখে, ভালো থেকো সূর্যের হাসি তোমার ঠোঁটে এঁকে। ২০০৩ এ একটা কাঁথা শেলাই করে দিয়েছিলে আমাকে তুমি নিজ হাতে। সে কাঁথা গায়ে দিয়ে এখন আমি তোমাকে আঁকছি কাগজে কলমে আজ এত বছর পরেও….

আরএ/

Header Ad

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পরিকল্পনা করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে যাওয়ার সময় উত্তর পেলাইদ গ্রামের উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসির ডাবল ডেকার একটি বাস পল্লী বিদ্যুতের তারের স্পর্শে আসে। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত সংখ্যা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা জরুরি বিভাগে যাচ্ছি।

Header Ad

কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া

ছবি: সংগৃহীত

মিল্ক বিউটিখ্যাত দক্ষিনি অভিনেত্রী তামান্না ভাটিয়া নতুন বছরে তার জীবনের একটি বিশেষ অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। খলচরিত্র করে আলোড়ন তোলা অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। তবে এ নিয়ে কেউই মুখ খোলেননি। এবার তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তামান্না। এমনকি ২০২৫ সালে সাতপাকে বাঁধা পড়ার সম্ভাবনা আছে বলেও ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রোমোশনাল ইন্টারভিউতে তামান্না তার ব্যক্তিগত জীবন নিয়ে জানান, প্রেমের সম্পর্কের জন্য জীবনে দুবার হৃদয় ভেঙেছে তার। সেই সময়টা তামান্নার জন্য খুবই ভয়াবহ ছিল।

তিনি আরও জানান, তিনি খুব কম বয়সে একজন ছেলের সঙ্গে প্রথম ভালোবাসায় জড়িয়েছিলেন এবং তার দ্বিতীয় সম্পর্কটি ছিল তার অভিনয় ক্যারিয়ারের শিখরে থাকা অবস্থায়। তবে সে সময় তিনি অনুভব করেন যে, সেই ছেলে তার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য সঠিক ব্যক্তি নয়।

তবে এত কিছুর পরও বাহুবলিখ্যাত তামান্না প্রেমিকের নাম প্রকাশ করেননি। এর আগে গুঞ্জন ছিল যে, তিনি ভারতীয় অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে ডেট করছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বহুবার ফ্রেমবন্দি হয়েছেন তারা। যদিও নিজেদের এ সম্পর্ক আড়ালে রাখতে বদ্ধপরিকর দুজনই। এখন দেখার অপেক্ষা তামান্না জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেন।

সবশেষ তামান্না ভাটিয়াকে আইটেম গার্ল হিসেবে দেখা যায় অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমায়। এ সিনেমায় আরও অভিনয় করেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্ক ত্রিপাঠিসহ আরও অনেকে।

Header Ad

পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ৫০০ টাকার বিনিময়ে নয় মাসের শিশু সন্তানকে দত্তক দেন শরীফা খাতুন নামে মানসিক ভারস্যমহীন এক মা। বিষয়টি জানতে পেরে গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ওই নবজাতককে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি জানতে পেরে পুলিশের সহায়তায় ওই শিশুটিকে তার মায়ের কোলে ফেরত দেন।
মানসিক ভারসাম্যহীন নারী শরীফা খাতুন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকায় তিন সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালান।

প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান, গত এক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় শরীফা খাতুনের। এর পর সন্তানদের নিয়ে ভিক্ষাবৃত্তি করে চলত তার পরিবার।

গত মঙ্গলবার নিজের ৯ মাসের কন্যা সন্তানকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় একটি হলুদ খেতে রেখে ভিক্ষা করতে যান শরীফা খাতুন। এ সময় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় রুনা আক্তার নামে এক নারী; একইসঙ্গে শরীফাকেও নিজ বাড়িতে নেন তিনি। রুনা নামে ওই নারীর নিজ সন্তান না থাকায় শিশুটিকে দত্তক নিতে চাইলে, ৫০০ টাকার বিনিময়ে রেখে চলে যান শরীফা।

এরপর চার দিন পর অবশেষে পুলিশ প্রশাসনের সহায়তায় নিজ পরিবারের কাছে ফিরেছে শিশুটি। বর্তমানে শিশুটিকে দেখভাল করছেন মানসিক ভারসামহীন শরীফার ১৬ বছরের বড় ছেলে নয়ন।

এ বিষয়ে শরীফার ছেলে নয়ন ইসলাম বলেন, গত চার দিন আগে মা বোনকে নিয়ে হঠাৎ পঞ্চগড়ে যান। পরে একসময় বাড়িতে একাই এসে ঘরে তালা লাগিয়ে বন্দি অবস্থায় থাকতে শুরু করেন। বোন কোথায় তা জানতে চাইলে কোনো কিছুই জানাচ্ছিলেন না।

পরে অনেক কৈশলে বোনের অবস্থান জানতে পারি। এরপর সেই বাড়িতে গিয়ে বোনকে ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করেন। আরও জানতে পারি মা বোনকে নেবেন না বললে তারা ৫০০ টাকা মাকে খেতে দিয়ে একটা কাগজে স্বাক্ষর করে নেন। শুক্রবার সাংবাদিক ও পুলিশ এসে তদন্ত করে আমার বোনকে আনতে নির্দেশ দিলে মাকে সঙ্গে নিয়ে বোনকে বাড়িতে নিয়ে আসি।

স্থানীয় মোস্তাফিজুর রহমান বলেন, অনেক আগে থেকে ওই নারীকে দেখছি। তিনি ভিক্ষাবৃত্তি করে পরিবার চালান। তবে কয়েকদিন আগে নিজের সন্তানকে মানুষের কাছে দিয়ে প্রায় পাগল হয়ে বেড়াচ্ছিলেন।

কাজলা নামে স্থানীয় এক নারী বলেন, সকালে শরিফা আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরেছেন আর বলেছেন আপু যেভাবেই পারো আমার মেয়েকে এনে দাও।

প্রতিবেশীরা বলেন, স্বামী না থাকায় পরিবারটা চালাতে শরীফা খাতুন ভিক্ষা করতেন। এর মাঝে এমন কাণ্ড ঘটে তিনি পাগল হয়ে গেছেন। তার তিনটা সন্তান। একটা ছেলে ও দুটি মেয়ে। এদের কি হবে আমরা জানি না। তবে সরকারি সহায়তা পেলে তাদের গতি হতো।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আগের বিষয়টি আমাদের কেউ জানায়নি। খবর পাওয়ার পর পঞ্চগড় সদর থানার ওসিকে জানানো হয়। বিষয়টি পুলিশের হস্তক্ষেপে সুষ্ঠু সমাধান করে ভারসাম্যহীন নারীর কাছে তার বাচ্চা ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেহেতু ওই নারীর বাড়ি বোদা উপজেলায়, সেখানকার ইউএনওকে জানিয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ