রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে কি?
ছবি সংগৃহিত
ইসলামের বিধান অনুযায়ী রোজা অন্যতম ফরজ ইবাদত। সুস্থ ও প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুমিন মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সূরা বাকারা: ১৮৩)
তবে রমজানে বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে অনেক সময় আমাদের ওষুধ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত ওষুধ ব্যবহারে কোনো সমস্যা নেই। তবে প্রশ্ন হলো- যারা চোখ, নাক কিংবা কানে ড্রপ ব্যবহার করেন, তারা দিনের বেলায় রোজা রেখে এসব ওষুধ ব্যবহার করতে পারবেন কিনা। হাদিসে চোখে সুরমা ব্যবহারের কথা পাওয়া যায়। খোদ রাসুল (সা.) চোখে সুরমা ব্যবহার করতেন। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজারত অবস্থায় সুরমা লাগিয়েছেন। (ইবনে মাজাহ: ১৬৭৮)
চোখে মলম বা ড্রপ দেওয়ার পর যদি গলায় তার স্বাদ অনুভূত হয়; তবুও অতি স্বল্প মাত্রায় হওয়ার কারণে তা ধর্তব্য হবে না এবং রোজা ভাঙবে না। শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতস্থানে ওষুধ লাগালেও রোজার ক্ষতি হয় না।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, চোখের মাধ্যমে সরাসরি কোনোকিছু পাকস্থলীতে পৌঁছানোর সুযোগ নেই। তাই এক্ষেত্রে রোজা রেখে চোখে ড্রপ বা তরল ওষুধ ব্যবহার করা যাবে। বিভিন্ন সময়ে শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারীর মতো আলেমরাও এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। বিখ্যাত ইসলামী স্কলারদেরও একই অভিমত।