১ লাখ ২০ হাজারের বেশি মুসল্লির হজ নিবন্ধন, কমছে ভোগান্তি
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসল্লি হজের জন্য নিবন্ধন করেছেন। ‘রোড টু মক্কায়’ ঢাকাতেই হবে তাদের ইমিগ্রেশনের শতভাগ কাজ। এতে ভোগান্তি কমেছে অনেক।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ হওয়ার কথা রয়েছে। তাই প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এবছর হজের সার্বিক কার্যক্রম বিগত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি আধুনিকতা আর সুষ্ঠু ব্যবস্থাপনার ভিত্তিতে হচ্ছে, কেটে গেছে আগের সব ভোগান্তি এমনটাই জানিয়েছেন হজযাত্রীরা।
হজ কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ ‘রোড টু মক্কা’ ইনিশিয়েটিভের পরিসর বাড়ায় খুশি যাত্রীরা। এ কার্যক্রমের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন হবে যাত্রীদের জেদ্দা অংশের ইমিগ্রেশন। এছাড়া, পরিবহন, বাসস্থানের ব্যবস্থা, লাগেজের কোডিং ও স্ক্রিনিং সবকিছুই সম্পন্ন হবে আরও বেশি সহজ উপায়ে।
হজযাত্রীরা জানান, এ বছর কোনো ধরনের বাড়তি টাকা পয়সা খরচ করতে হয়নি। বিশেষ করে নারীদের জন্য ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক। অনলাইনভিত্তিক কার্যক্রম হওয়াতে সহজেই সব কিছু করতে পারছেন বলেও জানান তারা।
হজযাত্রীদের পাশাপাশি সার্বিক কার্যক্রম নিয়ে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজযাত্রীরা এখানে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। তাদের কষ্ট লাঘব হবে এবং ভোগান্তি কমে আসবে এ সুষ্ঠু ব্যবস্থাপনায়।
আর কিছুক্ষণ পর শনিবার (২০ মে) রাত সোয়া ৩ টায় ঢাকা ছাড়বে হজের প্রথম ফ্লাইট।
কেএম/এএস