বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ইরানে আদিবাসী আর্মেনিয়দের বড়দিন পালন

ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহরানের আদিবাসী আর্মেনিয়দের শহর ‘নিউ জোলফা’র ‘দি বেথেলহেম চার্চ’ নামের গির্জাতে সাফাদিভ কালে (১৫০১ থেকে ১৭৩৬ সাল) বড়দিন ও এপিফানি (খ্রিস্টধমে দীক্ষাদান উৎসব) পালিত হত। তারা এখন আর্মেনিয়ান-আমেরিকান সম্প্রদায়, যারা প্রাচ্যদেশীয় অর্থডক্স খ্রিস্টরীতি অনুসরণ করেন। গেল ৬ জানুয়ারি তারা বেথেলহেম গির্জায় একই সঙ্গে বড়দিন ও এপিফানি পালন করেছেন। ইরানের দক্ষিণাঞ্চল এবং ইসফাহরান প্রদেশের খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক বিশপ ফাদার শিপন খাসজিয়ান এই উৎসব ও ধর্মীয় রীতিগুলো পালনে নেতৃত্ব প্রদান করেছেন।

উৎসবগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়েছে। আরো ছিল-পবিত্র বারি সিঞ্চন, খ্রিষ্টধর্মে শিশুদের দীক্ষাদান, রোগাক্রান্তদের রোগ মুক্তির জন্য বিশেষ প্রার্থনা এবং করবগুলোতে চিরকালের জন্য ঘুমিয়ে থাকা খ্রিস্টানদের আত্মার জন্য প্রার্থনা। সব খ্রিস্টানদের নিয়ে বড়দিন এবং এপিফানির ধর্মীয় নিয়মগুলোও পালন করা হয়েছে।

এপিফানির উৎসবের নিয়মানুসারে শিশু প্রভু যিশুকে খ্রিস্টধর্মে দীক্ষিত করার নিয়মে একটি ক্রুশ প্রধান ধর্মযাজকের আর্শীবাদ নিয়ে পানিতে নিক্ষেপ করা হয়েছে।

ইসফাহরান প্রদেশের সবচেয়ে সুন্দর গির্জাটিই হলো ‘দি বেথেলহেম চার্চ’। এছাড়াও এই গির্জাতেই আছে ইসফাহরানের আদিবাসী আর্মেনিয় খ্রিস্টানদের নিউ জোলফা নামে খ্যাত ১৬টি গির্জার মধ্যে সবচেয়ে বড় খ্রিস্টান কবরস্থানটি।

‘দি বেথেলহেম চার্চ’ নির্মাণ করেছেন খাজেশ পেত্রোস ভেলিজানিয়ান নামের একজন বিখ্যাত আদিবাসী খ্রিস্টান বণিক। তিনি আধুনিক ইরানের যাত্রা শুরু করে দেওয়া সাফাভিদ কালের মানুষ। ইরানের সাফাভিদ অঞ্চলের শাসক, শাহ আব্বাস-১ রাজার রাজত্বকালে (১৫৮৮ থেকে ১৬২৯ সাল) পেত্রোস সেখানে ছিলেন। তার গড়া গির্জাটির পাশে আছে আরও দুটি ঐতিহাসিক গির্জা।

শাহ আব্বাস-১ তার দীর্ঘরাজত্বকালে খ্রিস্টানদের আদিনিবাস থেকে এই দলটিকে জোলফা নামের উত্তর সীমান্তের শহরটি থেকে একটি গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন। সেই গ্রামটি এখন ‘নিউ জোলফা’ নামে বিখ্যাত। তিনি তাদের মধ্যে নানা ধরণের গুণাবলী পেয়েছিলেন। পরে এই খ্রিস্টানরাই বণিক, উদ্যোক্তা, শিল্পী হিসেবে গড়ে উঠেছেন। তিনি তাদের ধর্মীয় জীবনযাপন ও আচারের নিশ্চয়তা প্রদান করেছেন।

এই আদিবাসী খ্রিস্টান আর্মেনিয়দের দোতলা ‘দি বেথেলহেম চার্চ’। তাদের গির্জার বিশেষ দ্রষ্টব্য হলো তার আয়তকার ঐতিহাসিক গম্বুজ। এর দুটি দিক আছে। দুটিই সোনায় মোড়ানো, তাতে বিভিন্ন গুরুত্বপূণ দিবসগুলো খোদিত আছে। গির্জার ভেতরের দেওয়ালগুলো প্রাচীনামলের বিশেষ প্লাস্টার করা। সেগুলোতে উৎকীর্ণ আছে পবিত্র বাইবেলে বর্ণিত নানা বিষয়ের চিত্রমালা। বিশেষভাবে রয়েছেন ১২ জন সাধু এবং প্রভু যিশুর পুণরুত্থানের প্রাচীন চিত্রশিল্পীর চিত্রমালা। সবই এখন ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে।

ইরানের কিছু প্রদেশে বড়দিনের ১২টি বিশেষ দিন প্রভু যিশুর জন্মদিন পালনের মাধ্যমে শুরু হয়। এভাবে তারা বড়দিন পালন শুরু করেন। ২৫ ডিসেম্বর থেকে প্রভুর জন্ম থেকে ‘ফিস্ট অব এপিফানি’ বা এপিফানির ভোজের মাধ্যমে ৬ জানুয়ারি তাদের বড়দিনের উৎসবমালা সম্পন্ন করেন। ফলে এই নতুন বছরের ৬ জানুয়ারি শিশুদের খ্রিস্টধর্মে দীক্ষাদানের মাধ্যমে বড়দিন পালিত হলো, যেটি আদিবাসী আমের্নিয় খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এবারের ৫ জানুয়ারি রাত থেকে পরদিন ৬ জানুয়ারি বিশেষ ধর্মীয় উৎসব ও রীতিগুলো সম্পন্ন করেছেন তারা। এর মধ্যে পবিত্র জল ও তেল মিশিয়ে দর্শনাথী ও খ্রিস্টানদের মধ্যে বিতরণ, ধর্মীয়ভাবে বিশুদ্ধ পানি অসুস্থদের পান করানো ও পোশাক পবিত্রকরণ।

আর্মেনিয় খ্রিস্টানদের রীতি অনুসারে তারা বড়দিনের আগের রাত কাটিয়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অথবা যাকে ভালোবাসেন তার সঙ্গে, রাতের আগে বা কেউ সম্প্রতি মারা গিয়েছেন তার আত্মার শান্তি কামনায় ও গির্জাতে।

সরকারি হিসেবে আনুমানিক দেড় লাখ খ্রিস্টান ইসলামিক প্রজাতন্ত্র ইরানে বসবাস করেন। তারা আর্মেনিয় ও অ্যাসিরিয়ানস বা অ্যাসিরিয়াবাসী। ‘প্রভু যিশুর জন্মদিন’-পালন করেন অ্যাসিরিয়ানস খ্রিস্টানরা। ‘ফিষ্ট অব এপিফানি’ বা ‘এপিফানির ভোজ’ পালন করেন আর্মেনিয় খ্রিস্টানরা। আর বড়দিন তারা দুই ধরণের খ্রিস্টানরাই একত্রে এই বহু প্রাচীন রীতি পালন করেন।

ওএফএস/এএস

Header Ad
Header Ad

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ

ছবিঃ সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় এ ঘোষণা দেওয়া হয়।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স মেনে এবং নিয়মিত রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ এমন আকস্মিক উচ্ছেদ অভিযান অতীতে কখনো দেখা যায়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Header Ad
Header Ad

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  

ছবিঃ সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার। বেলা ১২টার দিকে তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।

ছয় দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে।

তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বি ও আলেমগণ মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তারা নফল নামাজ, তাসবিহ্, তাহলিল, জিকির-আসকরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত করেন।

মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। পরে মাদ্রাসা ছাত্রদের ত্বলাবাদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ আহমেদ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

 

Header Ad
Header Ad

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে বক্তব্য রাখতে যাচ্ছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে অবস্থানকালে এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।"

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "এই বক্তব্য প্রচার বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে।"

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরও এক স্ট্যাটাসে বলা হয়েছে, "যেসব মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের সাহস দেখাবে, তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে।"

এই পরিস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে এবং বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর