রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ড. শফিকুল্লাহ স্মৃতি কম্পিউটার ল্যাব’
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল্লাহ। তার প্রকাশিত-অপ্রকাশিত পান্ডুলিপি ১৮টি। তিনি জাতীয় পাঠ্যক্রম ও পুস্তক বোর্ডের সদস্য ছিলেন। দীর্ঘ ১২ বছর বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা ও টানা ৩৫ বছর রাজশাহী বিশ্ববিদ্যালেয়ে অধ্যাপনা করেছেন। গবেষক হিসেবে সারা দেশে ও আরব দেশগুলোতে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।
নোয়াখালীর এই কৃতি শিক্ষাবিদ ও গবেষক মোটে ৬৪ বছর বয়সে মারা গিয়েছেন। তার নামে বিশ্ববিদ্যালয়ে তার বিভাগ ‘অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল্লাহ স্মৃতি কম্পিউটার ল্যাব’ চালু করেছে। একই সঙ্গে বিভাগে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর থেকে এই কর্ণার ও কম্পিউটার ল্যাবরেটরি চালু করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এই উপলক্ষ্যে আলোচনা সভা পরিচালনা করেছেন সদ্য বিদায়ী বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন অ্যাকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. অবায়দুর রহমান প্রামানিক ।
সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। আলোচনা ও কম্পিউটার ল্যাবরেটরি চালুর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিভাগীয় সব শিক্ষক এবং ছাত্র, ছাত্রীরা।
অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, “স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগে সমৃদ্ধশালী 'বঙ্গবন্ধু কর্ণার' স্থাপন করতে পেরে গর্বিত। কর্ণারের মাধ্যমে বিভাগের ছাত্র, ছাত্রী, গবেষক ও অধ্যাপকরা ইসলামের আলোকে বঙ্গবন্ধুর অবদান, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ও মুক্তিযুদ্ধে তার অবদান এবং তার জীবনের সঠিক ইতিহাস জানতে পারবেন।”
অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান আরও বলেছেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে আমার দুইটি বই লেখা আছে। তার ইসলাম বিষয়ক যে অবদান আছে, কর্ণারে রেখে সমৃদ্ধ করতে চাই। ধর্ম, ধর্মীয় চিন্তা, ইসলামী মূল্যবোধ, প্রচার ও ইসলাম প্রসারের বইও এখানে আছে। মুক্তিযুদ্ধের কোষসহ বঙ্গবন্ধু বিষয়ক আরও প্রবন্ধ, এখানে সংগ্রহ করা হবে। কর্ণারে পাঠক তার সম্পর্কে জ্ঞানার্জন ও গবেষণা করতে পারবেন।’
তিনি উল্লেখ করেছেন, “বিভাগের ‘প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. শফিকুল্লাহ স্মৃতি কম্পিউটার ল্যাব’ সবাইকে কম্পিউটার শিক্ষা অর্জন করতে সাহায্য করবে। তার বইগুলো আমাদের বিভাগের গ্রন্থাগারে রয়েছে।”
ওএফএস।