বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

বিমান টিকেটের বাড়তি দামে বিপাকে প্রবাসীরা

বাংলাদেশ-যুক্তরা‌জ্য রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর বাড়‌তি ভাড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। দুই-তিনগুণ দাম দি‌য়ে টিকেট কিনতে হচ্ছে এই রুটে চলাচলকারী যাত্রীদের। বারবার যাত্রীদের পক্ষ থে‌কে টিকেটের দাম কমানোর আহ্বান জানানো হলেও সরকারের পক্ষ থেকে কোনো উ‌দ্যোগ দেখা যাচ্ছে না।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-‌হিথ্রো ও ঢাকা-‌সিলেট-ম্যানচেস্টার রুটে সরাস‌রি চলাচল করে। হিথ্রো ও ম্যানচেস্টার রোডে সপ্তাহে দু‌টি করে ফ্লাইট প‌রিচালনা করে বাংলাদেশ বিমান। ফ্লাইটগুলো ফেরার সময় যুক্তরাজ্য থে‌কে দেশে যাত্রী নিয়ে যায়। বাংলা‌দেশ বিমান ছাড়াও কাতার, তু‌র্কি, মালয়ে‌শিয়াসহ বি‌ভিন্ন এয়ারলাইন্স টান‌জিট দিয়ে যুক্তরাজ্যে ফ্লাইট প‌রিচালনা করে। যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের অ‌ধিকাংশ মানুষ সিলেট বিভাগের হওয়ায় তারা বিমানের সরাস‌রি ফ্লাইটে যাতায়াত করতে পছন্দ করেন। তবে, প্রবাসীদের কাছে বিমান ভাড়া এখন আতঙ্ক হয়ে দা‌ড়িয়েছে। করোনার প্রকোপ শুরু হওয়ার পর বাড়‌তি বিমান ভাড়ার কারণে প‌রিবার নিয়ে দেশে যাওয়ার কমে গেছে প্রবাসীদের।

এ‌দিকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় পাওয়া শিক্ষার্থীরা হিম‌শিম খাচ্ছেন টিকেট সংগ্রহ করতে গিয়ে।

‌১৩ ফেব্রুয়া‌রি বাংলা‌দেশ থেকে যুক্তরাজ্যে আসা তানভীর আলম পিয়াস বলেন, সব এয়ারলাইন্সের ভাড়া লাগাম ছাড়া, যে যেমন পার‌ছে টিকেটের দাম নিচ্ছে। আ‌মি এক টিকেট নিয়ে‌ছি ১ লাখ ৩১ হাজার টাকায়। এই টাকা আমার সে‌মিস্টার ফি'র অর্ধে‌ক।

‌পোস্টমাউথ ভা‌র্সি‌টির ছাত্রী তানজিনা জাহান নিশাত বলেন, হয়রা‌নির আরেক বিমানের ‌টিকেট সংগ্রহ করা। দাম করে এখন বিমানের টিকেটও কিনতে হয়। মালয়ে‌শিয়া এয়ারলাইনসে টান‌জিট দিয়েও টি‌কেটের দাম পড়েছে ১ লাখ ২০ হাজার টাকা। আবার অনেক সময় একই টাকায় সিলেট থেকে সরাস‌রি হি‌থ্রো আসা যায়। টিকেটের এমন বিশৃঙ্খলায় কারও নিয়ন্ত্রণ নেই।

‌নিরানন্দ পাল নামের এক যাত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট কিনতে গেলে পাওয়া যায় না, আবার আ‌মি ম্যানচেস্টার আসার সময় দে‌খি আমার পা‌শে সিট দুই‌টি খা‌লি, কোনো যাত্রী নেই। তাহ‌লে টিকেট সংকট কেন বুঝলাম না?

রা‌বিহা সুলতানা নামের এক প্রবাসী বলেন, বাংলাদেশে যাবার প‌রিকল্পনা বাদ দিয়ে‌ছি টিকেটের দামের কারণে। আমাদের ৬ সদস্যের প‌রিবারের যাওয়া আসায় শুধু খরচ পড়বে ১০ লা‌খ টাকার উপরে। এত টাকা খরচ করে দেশে যাওয়া সম্ভব না।

লন্ড‌নের ট্রা‌ভেল লিং‌কের সত্বা‌ধিকারী সামী সানাউল্লাহ ব‌লেন, গত দুই বছর কো‌ভি‌ডের কার‌ণে অ‌নে‌কে দে‌শে যে‌তে পা‌রেননি, রমজান‌কে সাম‌নে রে‌খে একই স‌ঙ্গে যাওয়া এবং আস‌তে চা‌চ্ছেন তারা, ফ‌লে টি‌কে‌টের সংকট ও দামটা একটু বে‌ড়ে গে‌ছে। বিমা‌নের ই‌কোন‌মিক ক্লা‌সে টি‌কেট বি‌ক্রি হ‌য়ে‌ছে ৯০০\১২০০পাউন্ডে। যাওয়া আসার জন্য মার্চ পর্যন্ত প্রায় সব টি‌কেট শেষ। হয়‌তো ফাঁ‌কে ফাঁ‌কে কিছু বিজ‌নেস ক্লা‌সের টি‌কেট বের হ‌তে পা‌রে। ‌বিমান বাংলা‌দেশ ছাড়াও অন্য সংস্থারগু‌লোরও টি‌কে‌টের দাম চড়া।

 

জেডএকে/

Header Ad
Header Ad

এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর। ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর আদাবর থানায় দায়েরকৃত রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত গ্রেফতার দেখানোর এ আদেশ দেন।

এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে উক্ত মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে সে আবেদন মঞ্জুর করেন বিচারক।। সোয়া ৯ টার পর তাদের এজলাসে তোলা হয়। তিন জনের মধ্যে সামনে ছিলেন শাহজাহান ওমর।

এই সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে। তখন শাহজাহান ওমর বলেন, ‘এই ফটো তোলোস কেন?’ পরে তাদের এজলাসে নিয়ে যাওয়া হয়।

সেখানে অনেকটাই স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর। আইনজীবী-পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সময় পার করেন। কখনও হেসেছেন। আইনজীবীদের কাছে মামলার বিষয়ে খোঁজখবর নেন। জানতে চান তিনি এজাহারনামীয় আসামি কি না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

Header Ad
Header Ad

মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ছবিঃ সংগৃহীত

মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, সংবাদ মাধ্যমটি (বিবিসি বাংলা) যখন শেখ হাসিনার বিষয়ে লেখে, তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূটি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা এবং তিন হাজারের বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন।

তিনি লেখেন, গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে, শেখ হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তারা বিপ্লবের পরে গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে।

শফিকুল আলম লেখেন, কোনো গণগ্রেপ্তার হয়েছে? কতজনকে গত ছয় মাসে গ্রেপ্তার করা হয়েছে? আমরা জানতাম যে ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশ বিএনপির সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল। তারপর কমপক্ষে ২৫ হাজার জনকে গ্রেপ্তার করেছিল।

প্রেস সচিব আরও লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে যে, হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে, এটি ‘বাংলার কসাইয়ের’ জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম! এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে? হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কীভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল? এটি কি তার সাক্ষাৎকার নিয়েছিল?

Header Ad
Header Ad

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ও

পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  

বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম মিরন। ছবিঃ সংগৃহীত

বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

মিরনের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। তার এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে, অন্য হাতের কব্জি ঝুলে গেছে। মাথা, কপাল ও পেটে গুরুতর আঘাতের ক্ষতচিহ্ন দেখা গেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে সশস্ত্র দুর্বৃত্তরা এ হামলা চালায়।

মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিরনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মিরনের পরিবার জানায়, তিনি ঢাকা থেকে রাতে কুয়াকাটা ফিরেছিলেন। কুয়াকাটা বাসস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে বাসার সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। চিৎকার দিয়ে মিরন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

মিরনের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। এক হাতে রগ কেটে দেয়া হয়েছে, অন্য হাতের কব্জি ঝুলে গেছে। মাথা, কপাল ও পেটে গুরুতর আঘাতের ক্ষতচিহ্ন দেখা গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে