শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিমান টিকেটের বাড়তি দামে বিপাকে প্রবাসীরা

বাংলাদেশ-যুক্তরা‌জ্য রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর বাড়‌তি ভাড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। দুই-তিনগুণ দাম দি‌য়ে টিকেট কিনতে হচ্ছে এই রুটে চলাচলকারী যাত্রীদের। বারবার যাত্রীদের পক্ষ থে‌কে টিকেটের দাম কমানোর আহ্বান জানানো হলেও সরকারের পক্ষ থেকে কোনো উ‌দ্যোগ দেখা যাচ্ছে না।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-‌হিথ্রো ও ঢাকা-‌সিলেট-ম্যানচেস্টার রুটে সরাস‌রি চলাচল করে। হিথ্রো ও ম্যানচেস্টার রোডে সপ্তাহে দু‌টি করে ফ্লাইট প‌রিচালনা করে বাংলাদেশ বিমান। ফ্লাইটগুলো ফেরার সময় যুক্তরাজ্য থে‌কে দেশে যাত্রী নিয়ে যায়। বাংলা‌দেশ বিমান ছাড়াও কাতার, তু‌র্কি, মালয়ে‌শিয়াসহ বি‌ভিন্ন এয়ারলাইন্স টান‌জিট দিয়ে যুক্তরাজ্যে ফ্লাইট প‌রিচালনা করে। যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের অ‌ধিকাংশ মানুষ সিলেট বিভাগের হওয়ায় তারা বিমানের সরাস‌রি ফ্লাইটে যাতায়াত করতে পছন্দ করেন। তবে, প্রবাসীদের কাছে বিমান ভাড়া এখন আতঙ্ক হয়ে দা‌ড়িয়েছে। করোনার প্রকোপ শুরু হওয়ার পর বাড়‌তি বিমান ভাড়ার কারণে প‌রিবার নিয়ে দেশে যাওয়ার কমে গেছে প্রবাসীদের।

এ‌দিকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় পাওয়া শিক্ষার্থীরা হিম‌শিম খাচ্ছেন টিকেট সংগ্রহ করতে গিয়ে।

‌১৩ ফেব্রুয়া‌রি বাংলা‌দেশ থেকে যুক্তরাজ্যে আসা তানভীর আলম পিয়াস বলেন, সব এয়ারলাইন্সের ভাড়া লাগাম ছাড়া, যে যেমন পার‌ছে টিকেটের দাম নিচ্ছে। আ‌মি এক টিকেট নিয়ে‌ছি ১ লাখ ৩১ হাজার টাকায়। এই টাকা আমার সে‌মিস্টার ফি'র অর্ধে‌ক।

‌পোস্টমাউথ ভা‌র্সি‌টির ছাত্রী তানজিনা জাহান নিশাত বলেন, হয়রা‌নির আরেক বিমানের ‌টিকেট সংগ্রহ করা। দাম করে এখন বিমানের টিকেটও কিনতে হয়। মালয়ে‌শিয়া এয়ারলাইনসে টান‌জিট দিয়েও টি‌কেটের দাম পড়েছে ১ লাখ ২০ হাজার টাকা। আবার অনেক সময় একই টাকায় সিলেট থেকে সরাস‌রি হি‌থ্রো আসা যায়। টিকেটের এমন বিশৃঙ্খলায় কারও নিয়ন্ত্রণ নেই।

‌নিরানন্দ পাল নামের এক যাত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট কিনতে গেলে পাওয়া যায় না, আবার আ‌মি ম্যানচেস্টার আসার সময় দে‌খি আমার পা‌শে সিট দুই‌টি খা‌লি, কোনো যাত্রী নেই। তাহ‌লে টিকেট সংকট কেন বুঝলাম না?

রা‌বিহা সুলতানা নামের এক প্রবাসী বলেন, বাংলাদেশে যাবার প‌রিকল্পনা বাদ দিয়ে‌ছি টিকেটের দামের কারণে। আমাদের ৬ সদস্যের প‌রিবারের যাওয়া আসায় শুধু খরচ পড়বে ১০ লা‌খ টাকার উপরে। এত টাকা খরচ করে দেশে যাওয়া সম্ভব না।

লন্ড‌নের ট্রা‌ভেল লিং‌কের সত্বা‌ধিকারী সামী সানাউল্লাহ ব‌লেন, গত দুই বছর কো‌ভি‌ডের কার‌ণে অ‌নে‌কে দে‌শে যে‌তে পা‌রেননি, রমজান‌কে সাম‌নে রে‌খে একই স‌ঙ্গে যাওয়া এবং আস‌তে চা‌চ্ছেন তারা, ফ‌লে টি‌কে‌টের সংকট ও দামটা একটু বে‌ড়ে গে‌ছে। বিমা‌নের ই‌কোন‌মিক ক্লা‌সে টি‌কেট বি‌ক্রি হ‌য়ে‌ছে ৯০০\১২০০পাউন্ডে। যাওয়া আসার জন্য মার্চ পর্যন্ত প্রায় সব টি‌কেট শেষ। হয়‌তো ফাঁ‌কে ফাঁ‌কে কিছু বিজ‌নেস ক্লা‌সের টি‌কেট বের হ‌তে পা‌রে। ‌বিমান বাংলা‌দেশ ছাড়াও অন্য সংস্থারগু‌লোরও টি‌কে‌টের দাম চড়া।

 

জেডএকে/

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো