মিশিগানের হ্যামট্রামকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক শহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। হ্যামট্রামক নগর কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশিরা।
জোসমান পার্কের অস্থায়ী শহিদ মিনারে শীতের রাতের তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে স্টেটের শীর্ষস্থানীয় কর্মকর্তা, সিটি মেয়র, কাউন্সিলর ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-গানের সুরে সুরে শহিদ মিনারে প্রথমদিকে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আমির গালিবসহ সিটি প্রশাসনের নেতারা।
এরপর পর্যায়ক্রমে মিশিগান স্টেট আওয়ামী লীগ, মিশিগান মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মিশিগান শাখা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন্স অব মিশিগান, জালালাবাদ সোসাইটি অব মিশিগান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব মিশিগান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান, বঙ্গবন্ধু পরিষদ মিশিগান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, গোলাপগঞ্জ সমিতি মিশিগান, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান, শেখর বাংলা স্কুল অব মিশিগান, সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান, আসাল মিশিগান চ্যাপ্টার, খাজা ট্রাস্ট অব মিশিগানসহ সিটিতে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও বিভাগ-জেলাভিত্তিক আঞ্চলিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
হ্যামট্রামক সিটি কাউন্সিলর নাইম লিয়ন চৌধুরী ও সাবেক কাউন্সিলর আবু আহমেদ মুসার যৌথ উপস্থাপনায় ভাষা শহিদদের গভীরভাবে স্মরণের মধ্য দিয়ে মিশিগানের ডিস্ট্রিক্ট-৪ স্টেট রিপ্রেজেন্টেটিভ আব্রাহাম আয়াশ স্বাগত বক্তব্য রাখেন।
শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে হ্যামট্রামক সিটি মেয়র আমির গালিব বলেন, এখানে বসবাসরত বাংলাদেশিরা নিজ ভাষা ও সংস্কৃতিকে প্রবাসে ছড়িয়ে দিচ্ছেন। এ প্রজন্মের আমেরিকান বাংলাদেশিদের কাছে তা প্রাপ্তির। সিটি প্রশাসন প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মেয়র।
এছাড়া বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র ক্যারেন মাজেস্কি, সিটি ম্যানাজার ক্যাথলিন এনজেরার, সিটি কাউন্সিলম্যান এডাম আলবারম্যাকি ও আমান্ডা জেকোয়েস্কি।
আরএ/