ট্রাষ্টিদের ভোটে ১৫ জন বোর্ড অব ট্রাস্টি নির্বাচিত
স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টারের নির্বাচন সম্পন্ন
পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টারের নির্বাচন রবিবার (২০ ফেব্রুয়ারি) মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৮ জন রেজিস্টার্ড সদস্যের মধ্যে ১২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ১৫টি বোর্ড অব ট্রাস্টি পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জনকে বোর্ড অব ট্রাস্টি নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার ব্যারিস্টার নজির আহমদ ও সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রাপ্ত ভোটে ফারুক আহমদ ৮৮, নুরুল ইসলাম ৮৫, হাকরুল ইসলাম নজরুল ৭৮, মো. চান্দ মিয়া ৭৭, ডা. মোহাম্মদ আলী ৭৬, ইলিয়াছ মিয়া ৭৬, ফুল মিয়া ৭৩, হাজী মকদ্দছ আলী ৭১, আরজু মিয়া ৭১, ওয়ালিদ চৌধুরী ৭০, এম মাসুদ আহমদ ৬৯, ইউসুফ চৌধুরী ৬৭, আলী হোসেইন ৬৭ এবং আলী সাদাত ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আব্দুল মুনিম ও শামীম চৌধুরী ৬৫টি করে ভোট পাওয়ায় সমঝোতার ভিত্তিতে আব্দুল মুনিমকে ১৫তম বোর্ড অব ট্রাস্টি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, স্টেপনীবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল ‘স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টারের নির্মাণ কাজ চলছে। কমিউনিটির সবার সাহায্য-সহযোগিতায় মসজিদ ভবনের প্রায় ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ কাজে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ২.২ মিলিয়ন পাউন্ড। বাকি কাজ সম্পন্ন করতে এখনো আনুমানিক ১.৫ মিলিয়ন পাউন্ড প্রয়োজন। নতুন কমিটির মাধ্যমে কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় বাকী কাজ সম্পূর্ণ হবে আশাবাদ সকল মুসল্লি ও কমিউনিটির মানুষের। এই মসজিদের কাজ সম্পন্ন হলে পূর্ব লন্ডনে দ্বিতীয় বৃহত্তম একটি সুন্দর মসজিদ ও কালচারাল সেন্টার এই এলাকাকে আলোকিত করবে ও ইসলামের প্রচার প্রসারে বিরাট ভূমিকা পালন করবে।
এপি/এসএ/