যুক্তরাষ্ট্রে বিনামূল্যে বাড়ি

বিনামূল্যে বাড়ি মিলছে যুক্তরাষ্ট্রে। ক্যানসাস অঙ্গরাজ্যে লিঙ্কনের ওই বাড়িটিতে বিনামূল্যে থাকা যাবে। ডাচ ঔপনিবেশিক ওই বাড়িকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে বাড়িটির মালিকানা যিনি পাবেন তাকে অবশ্যই সেখানে বসবাস করতে হবে। আনুমানিক ১৯১০ সালে বাড়িটি নির্মিত। ২০২৩ বর্গফুটের সুন্দর ডাচ ঔপনিবেশিক বাড়িটির অবস্থা এখনও ভালো রয়েছে। বাড়িটিকে রক্ষা করতেই বিনামূল্যে মালিকানা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাড়িটির প্রথম তলায় ফায়ারপ্লেস, পার্লার, ডাইনিং রুম, রান্নাঘর এবং বাথরুমসহ একটি বড় বসার ঘর রয়েছে। বাড়িটির জানালাগুলো অর্ধ-গোলাকার, সিঁড়ি কাঠের। দ্বিতীয় তলায় ৩টি বড় বেডরুম এবং একটি বাথরুম রয়েছে। পুরো বাড়িটির মেঝে ওক ও পাইন কাঠ দিয়ে বানানো। তাতে অনেক কারুকাজ। মেঝের কাঠ ও কারুকাজ এখনো অক্ষত অবস্থায় রয়েছে।
কেএফ/
