নিউ ইয়র্কে রাস্তার নামকরণ হচ্ছে 'লিটল বাংলাদেশ এভিনিউ'
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি রাস্তার `লিটল বাংলাদেশ এভিনিউ’ নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ।
আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জ্যামাইকায় রাস্তাটির আনুষ্ঠানিকভাবে নতুন নামকরণ করা হবে।
নিউ ইয়র্কের জ্যামাইকার হিলসাইড এভিনিউ থেকে হোমলন এভিনিউ পর্যন্ত 'লিটল বাংলাদেশ এভিনিউ' নামকরণের সিদ্ধান্তের খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের বন্যা বইছে। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের দাবির মুখে নগর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দিয়ে নিউ ইয়র্কে বাংলাদেশ, বাংলা ভাষা আর প্রবাসী বাংলাদেশিদের মর্যাদার স্বীকৃতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে।
নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো বা পৌরসভার মধ্যে কুইন্সের জ্যামাইকা অন্যতম। যদিও অপর দুই বরো ব্রুকলিন ও ব্রঙ্কসেও বিপুল সংখ্যক বাংলাদেশি বাস করেন। ব্রঙ্কসে এরই মধ্যে একটি সড়কের নামকরণ ‘বাংলা বাজার’ করা হয়েছে। একই রকম প্রক্রিয়া চলছে ব্রুকলিনেও।
গত বছর ডিসেম্বর মাসে ‘লিটল বাংলাদেশএভিনিউ’ সংক্রান্ত বিলটি পাস হয়। এ বিল পাসের উদ্যোগ নেন স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারো। প্রথমেই বাংলাদেশ বা দেশের বিশিষ্ট ব্যক্তিদের নামে জ্যামাইকায় একটি রাস্তার নামকরণ করার দাবি ওঠে। কুইন্স বরো হল ও সিটি প্রশাসনের সঙ্গ এ বিষয়ে কথা বলছিলেন স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারো। প্রবাসীদের পক্ষ থেকে পৃথক দুটি গ্রুপ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের নামে একটি রাস্তার নামকরণের দাবি তোলেন। অপর একটি মহল ‘বাংলাদেশ’ নামে রাস্তার নামকরণের দাবি করেন যাতে কোনো রাজনৈতিক বিভেদ সৃষ্টি না হয়। অবশেষে ‘লিটন বাংলদেশ এভিনিউ’ নামকরণ চূড়ান্ত করা হয়। বিলের নম্বর আইএনটি ২৪৭৭-২০২১। সিটি কাউন্সিলে বিলটি উত্থাপন করেন স্থানীয় কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলম্যান জিম এফ জিনারো।
সম্প্রতি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে সিটির ১৯৯টি রাস্তার নাম বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের নামে পুনঃনামকরণ করার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের মধ্যে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ রয়েছে।
এসএন