সৌদি প্রবাসীরা যাবতীয় সেবা পাবেন অনলাইনে

সৌদি আরব প্রবাসীদের দূতাবাস সম্পর্কিত যাবতীয় সেবা অনলাইনে দেওয়া হবে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দূতাবাসে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। উদ্বোধনকালে সেবা নিতে আসা কয়েকশ অভিবাসী ও দূতাবাসের কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বা কর্মস্থলে অনুপস্থিতির মামলা (হুরুব) প্রভৃতি সেবা অনলাইনে পাবে প্রবাসীরা। আগে দূতাবাসে সশরীরে এসে আবেদন জমা দিতে হতো প্রবাসীদের। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে (www.bangladeshembassy.org.sa) প্রবেশ করে আবেদন করতে পারবেন সেবা প্রার্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে সৌদি আরব প্রবাসী, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
আরইউ/এএস
