দুই পুলিশ সদস্যের মৃত্যুতে নিউ ইয়র্কে ডাব্লিউএইচআরডি'র শোক সভা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক দুই পুলিশ সদস্যের মৃত্যুতে শোক সভা করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট (ডাব্লিউএইচআরডি)। স্থানীয় সময় রবিবার (৬ ফেব্রুয়ারি) জ্যাকসন হাইটস্থ ডাইভার সিটি প্লাজায় এ শোক সভা অনিষ্ঠিত হয়।
গত ২৫ ফেব্রুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন নিউ ইয়র্কের ব্রঙ্কসে পুলিশের দুইজন সদস্য জেসন রিবেরা এবং উইলবার্ট মোরার।
শোক সভায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
শোকসভায় সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ) সভাপতিত্ব করেন। শোক সভায় প্রধান অতিথি ১১৫ প্রিসেন্টের ক্যাপটিন জামিল আল তাহেরী এবং ডিষ্ট্রিক এর্টনী কুইন্সের কম্যুনিটি কো অডিনেটর সম্মানিত রোকেয়া আকতার।
শোক সভায় আরও উপস্থিত ছিলেন গ্রীন টার্চ এর প্রেসিডেন্ট ভিক্টর এলাহী, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সদস্য সোহানা মাহমুদা শেখ, জেবিবিএর সম্মানিত প্রাক্তন সাধারণ সম্পাদক মাহাবুব রহমান টুকু, শোক সভায় উপস্থিত ছিলেন কুইন্স ডিষ্ট্রিক লীডার টেমি ওসহায়ভ, এডভোকেট রোবিনা মান্নান-ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আমেরিকান ল সোসাইটি, এডভোকেট রিদওয়ানা রাজ্জাক, এডভোকেট সুলতানা জামান, এডভোকেট সুনিয়া সুলতানা, সুলতানা জামান, মনি হোম কেয়ারের কর্ণধার মনি, অফিস সেক্রেটারী আসমা আক্তার, কম্যুনিটি এক্টিভিষ্ট নাজমুল আলম শ্যামল, আর এস টেকনোলজির প্রেসিডেন্ট আব্দুস সোবানসহ প্রায় ৩০ জন সমাজকর্মী।
কেএফ/