‘ভিসা পেয়েও যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা চলছে’
মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। ছবি: সংগৃহীত
মালয়েশিয়া ০১ জুন থেকে বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ করে দিয়েছে। দেশটির এমন সিদ্ধান্তে ভিসা পেয়েও বিমানের টিকিটসহ নানা জটিলতায় আটকা পড়েন ৩০ হাজারের বেশি কর্মী।
এমন পরিস্থিতিতে শুক্রবার (৩১ মে) রাতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, যারা ভিসা পেয়ে মালয়েশিয়ায় আসতে পারেননি, তাদের নিয়ে আসার ব্যাপারে হাইকমিশনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে, যেন তাদের দ্রুত নিয়ে আসা যায়।
তিনি বলেন, পাঁচ লাখ ২৭ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছি। এ পর্যন্ত চার লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। আমরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন এসে এখানে কাজ পায়।
পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. শামীম আহসান।
এদিকে, শুক্রবার (৩১ মে) দিবাগত রাত থেকে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। এতে করে প্রায় ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শেষ মুহূর্তে তারা টিকিট না পেয়েও ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এসময় মালয়েশিয়া যাওয়ার টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।