ভূমধ্যসাগর থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার
ভূমধ্যসাগর থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার। ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির জলসীমায় দুর্দশাগ্রস্ত একটি নৌকায় ভাসছিলেন ৩৫ বাংলাদেশি। গায়ের কাপড় ভেজা, পা খালি, চোখ লাল। সবাই ঠান্ডায় থরথর করে কাঁপছিলেন। সোমবার ভোররাতে তাদের উদ্ধার করেছে মানবিক উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। খবর এএফপির।
ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্য গিয়ানিস জানান, তারা পাশাপাশি ফাইবার গ্লাসের এক নৌকায় গাদাগাদি করে বসেছিলেন। তারা ছিলেন মানসিকভাবে বিধ্বস্ত। উদ্ধারকারী দলের নার্সিং স্টাফরা দেখলেন, নৌকায় থাকা ব্যক্তিদের মধ্যে তিনজনের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার ছিল
একজন অচেতন অবস্থায় ছিলেন। তাকে কম্বলে মুড়িয়ে দেওয়া হয়। ভোরের আলো ফুটতে শুরু করলে উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় ইন্টারন্যাশনাল রেডক্রস ও রেড ক্রিসেন্ট। তারা পানি, খাবার ও কম্বল দেয়। এরপর অভিবাসনপ্রত্যাশীরা গোসল করেন। তাদের কালো ট্র্যাকস্যুট পরানো হয়। শরীর গরম করার জন্য শুকনা ফল ও পর্যাপ্ত খাবার খাওয়ানো হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা তিন দিন ধরে নৌকায়। লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তারা। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। এসওএস মেডিটারেনি জানায়, ২০১৯ সাল থেকে তারা ওশান ভাইকিংয়ের মাধ্যমে ভূমধ্যসাগর থেকে প্রায় ১০ হাজার মানুষকে উদ্ধার করেছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, গত জানুয়ারি থেকে মধ্য ভূমধ্যসাগরে ৬২২ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। অভিবাসনপ্রত্যাশীদের জন্য রুটটিকে সবচেয়ে বিপজ্জনক বলে সংস্থাটি নিশ্চিত করেছে।