সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দেশে ফেরা হলো না প্রবাসীর, বিমানে ওঠার আগে মৃত্যু

ছবি: সংগৃহীত

কুয়েত বিমানবন্দরে এক বাংলাদেশি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিমান বাংলাদেশের বিজি ৩৪৪-এ চড়ার আগ মুহূর্তে ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে প্রাণ মারা যান এ প্রবাসী বাংলাদেশি।

নিহতের নাম দেলোয়ার হোসেন (৫০)। বাড়ি নোয়াখালী, পিতা সিদ্দিকুর রহমান।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন স্থানীয় সময় রবিবার রাতে বিমানবন্দরে তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

এছাড়া ওই একই ফ্লাইটের যাত্রী ছিলেন কুয়েতে ট্রাভেলস ব্যবসায়ী আরেক প্রবাসী ইব্রাহিম খলিল রিপন।

তিনি বলেন, ‘রবিবার স্থানীয় সময় রাত পৌনে একটায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের বিজি ৩৪৪-এর ফ্লাইটটি উড়াল দেওয়ার কথা। দেলোয়ার হোসেন ইমিগ্রেশন সম্পন্ন করে ২১ নম্বর গেইট অতিক্রম করেন। বিমানে পা রাখার অল্প কিছুক্ষণ মাত্র বাকি। ঠিক তখনই আকস্মিকভাবে মারা গেলেন তিনি।’

প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে, দেলোয়ার হোসেন ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে তার মরদেহ নিয়ে যায়।

ইব্রাহিম খলিল রিপন জানান, প্রায় ২৪ বছর আগে কুয়েতে আসেন দেলোয়ার। প্রথম দিকে তার বসবাসের বৈধতা থাকলেও একসময় অবৈধ হয়ে পড়েন। সম্প্রতি কুয়েত সরকারের দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন জানান, বর্তমানে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে।

Header Ad
Header Ad

আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সোমবার (২২ এপ্রিল) কাতারে যাচ্ছেন। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশ নিতে তিনি এ সফরে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই সফরটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে হচ্ছে। সামিটে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের আমিরের একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সামিটে, কাতারের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় টেকসই উন্নয়নের সম্ভাবনা এবং দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর উপায় নিয়ে আলোচনা হবে।

২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনব্যাপী সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে।

সূত্র: বাসস

Header Ad
Header Ad

ভুল বোঝাবুঝিতে গাজায় ১৪ জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা!

ছবি: সংগৃহীত

গাজায় অপারেশনাল ভুল বোঝাবুঝির জেরে ১৫ জন জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী—এমন তথ্য প্রকাশ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক অভ্যন্তরীণ তদন্তে। এ ঘটনায় পেশাদার ব্যর্থতার পাশাপাশি ‘নির্দেশ লঙ্ঘন’ এবং ‘অসম্পূর্ণ ও ভুল প্রতিবেদন’ দেওয়ার কথাও উঠে এসেছে।

তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। তবে ফিল্ড পর্যায়ে ব্যক্তিগত ত্রুটির দায় চাপিয়ে প্রকৃত সত্য আড়াল করা হচ্ছে বলে দাবি করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। সংস্থাটির এক মুখপাত্র এই তদন্তকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেন।

ঘটনাটি ঘটে গত ২৩ মার্চ, যখন পিআরসিএস-এর অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং একটি অগ্নিনির্বাপক ট্রাকসহ একটি কনভয়ের ওপর হামলা চালায় আইডিএফ। এতে ১৪ জন জরুরি সেবাদাতা কর্মী এবং একজন জাতিসংঘ কর্মী নিহত হন।

আইডিএফের দাবি, তাদের সেনারা ওই কনভয়কে শত্রু বাহিনীর হুমকি হিসেবে চিহ্নিত করে গুলি চালায়। তারা আরও জানিয়েছে, তদন্তে নিহতদের মধ্যে ছয়জন হামাসের সদস্য বলে জানা গেছে, তবে তারা সংক্ষিপ্ত বিচার ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্থাগুলো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

Header Ad
Header Ad

জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিল আওয়ামী লীগ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শরীয়তপুর জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (২০ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) স্মারকলিপিটি জমা দেন। স্মারকলিপিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে ‘প্রহসনমূলক, ঘৃণ্যতম, জঘন্যতম, অসাংবিধানিক ও বেআইনি’ বলে উল্লেখ করা হয় এবং এর তীব্র প্রতিবাদ জানানো হয়।

এ প্রসঙ্গে শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক শামীম মুঠোফোনে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে। এ ঘটনায় সারাদেশের জেলা প্রশাসকদের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। শরীয়তপুর জেলার প্রশাসককেও তিনি ব্যক্তিগতভাবে ই-মেইলে স্মারকলিপিটি পাঠিয়েছেন বলে জানান। এরপর জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সেটি আনুষ্ঠানিকভাবে জমা দেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ভুল বোঝাবুঝিতে গাজায় ১৪ জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা!
জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিল আওয়ামী লীগ
বিয়ের আশ্বাসে স্বামীর ১১ লাখ টাকা নিয়ে ঘর ছাড়লেন নারী, প্রেমিকের ফাঁদে পড়ে দলবেঁধে ধর্ষণের শিকার
বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ