ভুল বোঝাবুঝিতে গাজায় ১৪ জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা!

ছবি: সংগৃহীত
গাজায় অপারেশনাল ভুল বোঝাবুঝির জেরে ১৫ জন জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী—এমন তথ্য প্রকাশ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক অভ্যন্তরীণ তদন্তে। এ ঘটনায় পেশাদার ব্যর্থতার পাশাপাশি ‘নির্দেশ লঙ্ঘন’ এবং ‘অসম্পূর্ণ ও ভুল প্রতিবেদন’ দেওয়ার কথাও উঠে এসেছে।
তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। তবে ফিল্ড পর্যায়ে ব্যক্তিগত ত্রুটির দায় চাপিয়ে প্রকৃত সত্য আড়াল করা হচ্ছে বলে দাবি করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। সংস্থাটির এক মুখপাত্র এই তদন্তকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেন।
ঘটনাটি ঘটে গত ২৩ মার্চ, যখন পিআরসিএস-এর অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং একটি অগ্নিনির্বাপক ট্রাকসহ একটি কনভয়ের ওপর হামলা চালায় আইডিএফ। এতে ১৪ জন জরুরি সেবাদাতা কর্মী এবং একজন জাতিসংঘ কর্মী নিহত হন।
আইডিএফের দাবি, তাদের সেনারা ওই কনভয়কে শত্রু বাহিনীর হুমকি হিসেবে চিহ্নিত করে গুলি চালায়। তারা আরও জানিয়েছে, তদন্তে নিহতদের মধ্যে ছয়জন হামাসের সদস্য বলে জানা গেছে, তবে তারা সংক্ষিপ্ত বিচার ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্থাগুলো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: বিবিসি
