শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় অন্তত সাত বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে অভিযানে চালিয়ে ৭ বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রথমে ২১৩ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করার পর ১০৮ জনের কাছে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কুয়ালালামপুরের বুকিত জলিল ডিটেনশন ডিপোতে ১৪ দিনের প্রাথমিক রিমান্ডে নেয়া হয়।

এদিকে, ইমিগ্রেশন পুলিশের এমন সাঁড়াশি অভিযানে বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। গ্রেপ্তারের আশঙ্কায় রয়েছেন বহু প্রবাসী।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় দেশটির অভিবাসন বিভাগ। আর এতে অংশ নেন অন্তত ৪৬৫ জন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য।

মালয়েশিয়ায় চলমান রয়েছে অভিবাসী বৈধকরণের যাচাইকরণ প্রক্রিয়া। চলবে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু এরইমধ্যে দেশটির কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে অভিবাসন বিভাগ।

Header Ad
Header Ad

এবার ‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ। ছবি: সংগৃহীত

সম্প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ‘আয়রন গার্ল’ নামে খ্যাত শিমুর সঙ্গে বাগদান সেরেছেন । এই নিয়ে নতুন করে আলোচনায় আসলেন তিনি। তার বাগদানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এরপরই সোহেল তাজ সাতটি বিয়ে করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয়।

বিষয়টি এড়িয়ে যাননি সোহেল তাজও। ফলে সপ্তম বিয়ে প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি। যেখানে লিখেছেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে।’

তার বলেন, ‘আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়- ২টি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।’

উল্লেখ্য, সোহেল তাজ শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পান। ২০০৮ সালে একই আসন থেকে আবারও সাংসদ হিসাবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন।

Header Ad
Header Ad

শীতার্তদের পৌনে সাত লাখ কম্বল দেবে সরকার

ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে রাজধানীসহ সারা দেশেই জেঁকে বসেছে শীত। পৌষের শুরু থেকেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। এ পরিস্থিতিতে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে।

এসব কম্বল কিনতে আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার শীত মৌসুমের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের। একই সঙ্গে জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে দুস্থদের মাঝে বিতরণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

আজ যশোর একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল।

শুক্রবার (৩ জানুয়ারি) যশোর শহরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এই মাহফিলে বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বয়ান প্রদান করবেন।

বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মাহফিলটি ৩ জানুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে। মাহফিলের প্রথম দিন (বুধবার) আলোচনা করেন আল্লামা মামুনুল হক এবং আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি আমির হাজমা।

আজ, মাহফিলের শেষ দিনে (শুক্রবার) সন্ধ্যায় শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্য রাখবেন, এবং বাদ এশা আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী।

আয়োজক কমিটির সদস্য ও আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক জানান, তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ মাহফিলে ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এবার ‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ
শীতার্তদের পৌনে সাত লাখ কম্বল দেবে সরকার
আজ যশোর একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ
যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন দিতে চাই: ঢাবি উপাচার্য
বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়  
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
‌‌‘লিভ টুগেদার’ নিয়ে বেফাঁস মন্তব্য, স্বাগতাকে ফের আইনি নোটিশ
এবার কোহলিকে আউট না দিয়ে সমালোচনায় সৈকত
তাবলিগের দুই পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ব্যালন ডি'অর নিয়ে রোনালদোর মক্তব্য, ক্ষেপে গেলেন রদ্রি
সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার
মুন্সীগঞ্জে বিয়েতে উচ্চ শব্দে গান বাজিয়ে সাজা পেলেন যুবক
যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
চীনে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণঘাতী ভাইরাস, নেই কোনো টিকা
খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ, প্রধান অতিথি আল-আকসার ইমাম
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, জেঁকে বসেছে শীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০
মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম
বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু