শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | ১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মালয়েশিয়ায় ৩৩ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৩৩ বাংলাদেশি আটক। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও পেনাংয়ে অভিবাসন বিভাগের পৃথক অভিযানে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জহুর রাজ্যের সেডেনাকের একটি নির্মাণ সাইট ও ক্লুয়াংয়ের একটি কারখানা এলাকায় যৌথ অভিযানে তাদের আটক করা হয়। চলমান বৈধকরণ কর্মসূচি আরটিকে ২.০ প্রোগ্রামের অপব্যবহারের অভিযোগে বাংলাদেশিসহ ১০৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, বৃহস্পতিবার রাষ্ট্রীয় এনফোর্সমেন্ট ডিভিশনের কর্মকর্তা এবং সুলতান আবু বকর কমপ্লেক্সের কর্মকর্তাদের সহায়তায় প্রথম অভিযান শুরু হয় ক্লুয়াংয়ের একটি কারখানা এলাকায়। সেখানে থেকে ২৩ জন ভারতীয়, ২১ জন বাংলাদেশি, দুজন শ্রীলঙ্কান ও একজন পাকিস্তানি নাগরিক আটক হন। তাদের সবার বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।

এ ছাড়া দ্বিতীয় অভিযানটি একইদিন বিকেল ৩টার দিকে সেডেনাকের একটি নির্মাণ সাইটে পরিচালনা করা হয়। যেখানে ১৩ জন চীনা, ১২ জন পাকিস্তানি, ১২ জন বাংলাদেশি, ৮ জন ইন্দোনেশিয়ান, ৭ জন মিয়ানমার, ৩ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বয়স ২১ থেকে ৪৮ বছরের মধ্যে।

তাদের সবাইকে বৈধ ট্রাভেল ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া, অতিরিক্ত অবস্থান করা, সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার এবং নির্ধারিত পাসের শর্তাবলী লঙ্ঘনের সন্দেহে তাদের আটক করা হয়েছে।

বাহারউদ্দিন আরও জানান, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ধারা ৬(১)(গ), ১৫(১)(গ), রেগুলেশন ১১(৭)(এ) এবং রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী মামলাটি তদন্ত করা হয়েছে। আটককৃতদের আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর বৈধকরণ প্রোগ্রাম আরটিকে ২.০ প্রোগ্রামটি যোগ্য বিদেশি অভিবাসী কর্মীদের নিবন্ধনের সুযোগ কাজে লাগানোর জন্য অভিবাসন বিভাগ থেকে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তাছাড়া বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগ দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Header Ad

পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে গুরুতর আহত বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মিরপুর পল্লবী ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় এই ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। আর বাবার নাম মো.আহাদ (৪০)।

রাজধানী পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

Header Ad

বাড়ছে শীতের প্রকোপ, ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে এবং ভবিষ্যতে আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১৬ নভেম্বর) এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন। তিনি জানান, রাজশাহী বিভাগের বদলগাছীতে ভোররাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল দিনের সবচেয়ে কম তাপমাত্রা।

অন্যদিকে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

রোববার সকাল থেকে সোমবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Header Ad

পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী

অভিনেত্রী শাহনাজ সুমি। ছবি: সংগৃহীত

অভিনেত্রী শাহনাজ সুমি রিয়েলিটি শো ‘সেরা নাচিয়েতে অংশগ্রহণ করে শোবিজে যাত্রা করেন। একই সময়ে ‘সোনার পাখি রুপার পাখি’নাটকে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। ‘পাপ পুণ্য’, ‘দামাল’সহ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। ওই নির্মাতার অফিসে যাওয়ার পর হেনস্তার শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, চকোলেটের সঙ্গে নেশাদ্রব্য খাওয়ানো হয়েছিল তাকে।

অভিনেত্রী শাহনাজ সুমি। ছবি: সংগৃহীত

চকোলেট মুখে দিয়ে খেতে খেতে কেমন একটা বাজে অনুভূতি হচ্ছিল অভিনেত্রী শাহনাজ সুমির। মিনিট সাতেকের মধ্যেই মাথা ভার হওয়া শুরু হলো তার। তখনো জ্ঞান আছে, তাই দেরি না করে নিজেকে রক্ষায় ঝাঁপিয়ে পড়লেন এই অভিনেত্রী। কিন্তু হায়! পরিচালক তার পিছু ছাড়লো না। অপেক্ষায় রইল কখন পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েন সুমি। এটা কোনো নাটক-সিনেমার গল্প নয়। সত্যি-সত্যিই মতলববাজ পরিচালকের ফাঁদে পড়েছিলেন শাহনাজ সুমি।

নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সুমি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিন মাস আগে এক পরিচালকের অফিসে গিয়েছিলেন তিনি। ওই নির্মাতা তাকে চকোলেটের প্যাকেট ভেঙে অর্ধেকটা খেতে দেন। খাওয়ার ৭ থেকে ৮ মিনিটের মাথায় অভিনেত্রীর মাথা ভার হতে শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে বিপদ এড়াতে সেখান থেকে বেরিয়ে পড়েন সুমি।

অভিনেত্রী আরও জানান, অফিস থেকে বের হওয়ার পরও তার পিছু নিয়েছিলেন ওই নির্মাতা। সুমি বলেন, পরিচালকের অফিস থেকে বেরিয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব। তখন নির্মাতা আমার পেছনে এসে জিজ্ঞাসা করল, এখনো যাওনি? এসো, ভেতরে এসে বসো। তখন আমি বললাম—না, আমাকে এখন যেতেই হবে।

সুমি আরও বলেন, লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নির্মাতা তখন আমার পেছনে পেছনে নামতে লাগল। আমাকে আবারও জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাবে? আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল, আমিও যাব সেখানে। সে হয়ত আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাব বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম। ঘটনা বর্ণনা করলেও পরিচালকের নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী।

Header Ad

সর্বশেষ সংবাদ

পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
বাড়ছে শীতের প্রকোপ, ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা
পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী
ডেনমার্ককে খাদের কিনারায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন
হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন
আসছে আদর-বুবলীর ‘পিনিক’
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু
স্যামসন-তিলকের জোড়া সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত
বাংলাদেশ-পাকিস্তান সমুদ্র যোগাযোগ চালু, ভারতের উদ্বেগ
শেখ হাসিনা ফেরার চেষ্টা করলে রাশিয়া পাঠিয়ে দেবো: হাসনাত আব্দুল্লাহ
গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত
শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা
আইপিএল নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি, কার ভিত্তিমূল্য কত?
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল
রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
ছেলে নির্দোষ, নারীকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখেন বাড়ির ভাড়াটিয়া
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার রহস্য উদ্‌ঘাটন